ময়না (পূর্ব মেদিনীপুর), 14 জুন : মাঝরাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা সহ-গ্রেফতার হলেন বিজেপি কর্মী ৷ পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার গোড়ামাহাল গ্রামের ঘটনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালায় ৷ ঘটনাস্থলে বেশ কয়েকজন ছিল বলে খবর ৷ পুলিশ সেখানে পৌঁছতেই সেখান থেকে তারা পালিয়ে যায় ৷ তবে, ধরা পড়ে যান বিজেপি কর্মী সঞ্জয় তাঁতি (BJP Worker Arrested With Arms and Bombs in Purba Medinipur) ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, 13 রাউন্ড গুলি, 45টি তাজা বোমা ও বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধার হয়েছে ৷ পরে সঞ্জয় তাঁতিকে জেরা করে পুলিশ ফের ওই গ্রামে অভিযান চালায় ৷ দ্বিতীয়বার অভিযানে 95টি বোমা ও 15 কেজি বোমা তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে ৷ বিজেপি কর্মীর কাছ থেকে বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷