পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, আটক 5 BJP কর্মী - তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ BJP-র বিরুদ্ধে, আটক 5

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পটাশপুর । তৃণমূলের অভিযোগ, আজ সকালে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় BJP কর্মীরা ৷ বাধা দিতে গেলে BJP কর্মীদের হাতে আক্রান্ত হয় 5 তৃণমূল কর্মী ৷ ঘটনায় 5 BJP কর্মীকে আটক করা হয়েছে ৷

তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

By

Published : Aug 18, 2019, 11:54 PM IST

Updated : Aug 20, 2019, 5:14 PM IST

পটাশপুর, 18 অগাস্ট : তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ পূর্ব মেদিনীপুরের পটাশপুরের 1 নম্বর ব্লকের বেলদা এলাকার ঘটনা ৷ ঘটনায় আহত 5 তৃণমূল কর্মী ৷ হামলার অভিযোগের ভিত্তিতে আটক 5 BJP কর্মী ৷

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পটাশপুর । তৃণমূলের অভিযোগ, আজ সকালে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় BJP কর্মীরা ৷ পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ নথি ৷ বাধা দিতে গেলে BJP কর্মীদের হাতে আক্রান্ত হয় 5 তৃণমূল কর্মী ৷ ভাঙচুর চালায় স্থানীয় দুই তৃণমূলকর্মীর দোকানেও ৷ এর আগে 23 মে বেলদার ওই তৃণমূল কার্যালয়টি দখল করেছিল BJP ৷ কিছুদিন আগে শাসকদল সেটি পুনরুদ্ধার করে নিজেদের দখলে নেয় ৷ এরপর ফের আজ আচমকা হামলা চালায় BJP কর্মীরা ৷

তৃণমূল কার্যালয়ে ভাঙচুর

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ ৷ পটাশপুর থানার OC রাজকুমার দেবনাথ বলেন, "এই ঘটনায় আমরা এখনও পর্যন্ত 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি । তৃণমূলের তরফে অভিযোগ জমা পড়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । "

পটাশপুর 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তাপস মাজি বলেন, "CPI(M)-র পুরোনো হার্মাদের নিয়ে BJP দিনেদুপুরে সন্ত্রাস চালাচ্ছে এলাকায় । আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি । একই সঙ্গে আমরা মানুষকে নিয়েও দ্রুত পথে নামব BJP-র এই সন্ত্রাসের মোকাবিলা করার জন্য । "

ভিডিয়োয় দেখুন

যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ কাঁথি সাংগঠনিক জেলা BJP সভাপতি অনুপ চক্রবর্তীর বক্তব্য, জনরোষের জেরে এই ঘটনা ঘটেছে ৷ বলেন, "জনগণ যখন অত্যাচারিত হয়, তখন এই প্রবণতা তৈরি হয় ৷ যারা অত্যাচারিত তারা বিচারের অপেক্ষা না করে আইন হাতে তুলে নেয় ৷ এটা BJP-র কাজ নয় ৷ অত্যাচারিত জনগণ সংঘবদ্ধ হয়ে এই কাজগুলো করছে ৷ "

Last Updated : Aug 20, 2019, 5:14 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details