কাঁথি, 3 এপ্রিল: "জনগণের টাকায় মোচ্ছব করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী !" খেজুরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারি সভা শেষ হতেই তেড়েফুঁড়ে আক্রমণে নামল বিরোধী বিজেপি ৷ সোমবারের সভামঞ্চ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা ৷ তুলে আনেন অতীতের বহু প্রসঙ্গ ৷ রাজনীতির ময়দানে নিজের বহু লড়াইয়ের কথা বলেন ৷ মনে করিয়ে দেন, রাজ্যে ক্ষমতায় না থাকাকালীন তাঁকে কত অত্যাচার সহ্য করতে হয়েছিল ! আজ তাঁর দলই রাজ্যের শাসকদল ৷ অথচ তারপরও তাঁর এবং তাঁদের দলের নামে কুৎসা ও অপপ্রচার করতে ছাড়ছেন না বিরোধীরা ! মমতার অন্তত এমনটাই অভিযোগ ৷ যা কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপির নেতা অসীম মিশ্র ৷ উলটে তাঁর দাবি, মমতা আসলে 'হতাশা আর যন্ত্রণা' থেকে বিরোধী শিবিরকে আক্রমণ করছেন !
কিন্তু, মমতার কীসের যন্ত্রণা ? হতাশাই বা কীসের ? এর জবাবও দিয়েছেন অসীম ৷ তাঁর মতে, একুশের নির্বাচনে নন্দীগ্রামের মাটিতে রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছিল তাঁকে ৷ সেটাই তাঁর যন্ত্রণা ও হতাশার প্রধান কারণ ৷ মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু নন্দীগ্রামের সেই হার তিনি এখনও ভুলতে পারেননি ! তাঁর নাকি সবসময় মনে হয়, 'হেরেছি ! হেরেছি ! হেরেছি !'