কলকাতা, 13 সেপ্টেম্বর: বিজেপি কর্মীদের নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) সামিল হতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ প্রতিটি জেলায় বিজেপি নেতা কর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ ৷ বাধা পেয়ে রাস্তায় ধরনায় বসে পড়ছেন বিজেপি কর্মী ৷ কোথাও বা পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি ৷ আবার কোথাও দেখা গেল ধান ক্ষেতের মধ্যে দিয়ে ঘুর পথে স্টেশনে পৌঁছাচ্ছেন বিজেপি কর্মীরা ৷ এমন একাধিক ছবি টুইটারে পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই সঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশ যুদ্ধ ঘোষণা করেছে (Mamata Banerjee Police is on War Footing) বলে অভিযোগ করলেন তিনি ৷
এ দিন সকাল থেকেই বিজেপি কর্মীদের ধরপাকড় শুরু করে পুলিশ ৷ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘পুলিশ এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, তারা রেল পুলিশ বা আরপিএফ এর সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছে না ৷ স্টেশনের ভিতরে ঢুকে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে ৷’’