মারিশদা, 19 জানুয়ারি : দুই BJP কর্মীকে অপহরণের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে । পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার মিলন বাজার এলাকার ঘটনা । BJP-র মণ্ডল সভাপতি এবং এক কর্মীকে গতকাল রাতে অপহরণ করে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।
কাঁথি তিন নম্বর ব্লকের BJP-র পশ্চিম মণ্ডলের সভাপতি শ্রীকৃষ্ণ মান্না সহ অপর এক দলীয় কর্মীকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ TMC-র বিরুদ্ধে । তবে তৃণমূলের তরফ থেকে তা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ।
কাঁথির সাংগঠনিক জেলা BJP-র সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "গতকাল রাতে কাঁথি তিন ব্লকের মণ্ডল সভাপতি শ্রীকৃষ্ণ মান্না এবং অন্য এক দলীয় কর্মীকে তৃণমূলের দুষ্কৃতীরা অপহরণ করেছিল । পুলিশ প্রশাসনকে বারবারে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ করেনি ।"
BJP কর্মীদের অপহরণের অভিযোগ অপরদিকে তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবে জড়িত নয় । শ্রীকৃষ্ণ , এখানে থাকে না । কলকাতা মেটিয়াবুরুজে ফুলের কাজ করে । আজকে এসে মদ্যপান করে আমাদের দলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায়, জনগণ তাকে ধরে মেরেছে । এতে আমাদের দলের কেউ জড়িত নয় ।"
ঘটনার পরিপ্রেক্ষিতে মারিশদা থানার OC অমিত দেব বলেন, "আমরা অভিযোগ পাওয়ার পরে মিলন বাজার এলাকায় পুলিশ পাঠিয়েছিলাম । আহত ব্যক্তিদের উদ্ধার করি । যদিও ওটা এগরা থানার এলাকার মধ্যে পড়ে ।"