পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Attacks TMC : ‘তোলা মূল’ তৃণমূলকে ফাঁকা করার হুঁশিয়ারি ‘ওস্তাদ’ শুভেন্দুর - Latest News on Trinamool Congress

2007 সালের 7 জানুয়ারি নন্দীগ্রামে সিপিএমের হার্মাদদের গুলিতে তিনজন নিহত হন ৷ সেই ঘটনার প্রতিবছর শহিদ দিবস পালিত হয় (Nandigram Martyr Day Program) ৷ শুক্রবার বিজেপি ও তৃণমূলের পৃথক শহিদ দিবসের অনুষ্ঠান হয় ৷ সেখান থেকে দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে তোপ দাগে ৷

bjp leader suvendu adhikari attacks tmc from nandigram martyr day program
Suvendu Attacks TMC : ‘তোলা মূল’ তৃণমূলকে ফাঁকা করার হুঁশিয়ারি ‘ওস্তাদ’ শুভেন্দুর

By

Published : Jan 7, 2022, 4:56 PM IST

নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর), 7 জানুয়ারি : শহিদ দিবসের মঞ্চ থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তৃণমূল কংগ্রেসকে ‘তোলা মূল’ বলেও কটাক্ষ করলেন তিনি (bjp leader suvendu adhikari attacks tmc from nandigram martyr day program) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2007 সালের 7 জানুয়ারি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি ও শেখ সেলিম নামে তিনজনকে গুলি করে খুন করা হয় ৷ ওই ঘটনায় তৎকালীন শাসকদল সিপিএমের বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছিল ৷

তারপর থেকে প্রতি বছর স্থানীয় সোনাচূড়া এলাকায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি শহিদ দিবসের আয়োজন করে (Nandigram Martyr Day Program) ৷ নন্দীগ্রামে তৃণমূল নেতা হিসেবে বরাবর ওই অনুষ্ঠানে হাজির হতেন শুভেন্দু অধিকারী ৷

কিন্তু 2020-র ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ৷ তারপর থেকে শহিদ দিবসের অনুষ্ঠান ভাগ হয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ এদিন শুভেন্দু অধিকারী যেমন শহিদ স্মৃতিতে অনুষ্ঠান করেন, তেমনই আলাদা অনুষ্ঠান করে তৃণমূলও ৷ সেখান থেকে আবার শুভেন্দুর বিরুদ্ধে পালটা আক্রমণ করা হয় ৷

আরও পড়ুন :Adhir Ranjan Chowdhury: 10 বছরেও নন্দীগ্রাম গণহত্যায় সাজা হল না কেন, মমতাকে প্রশ্ন অধীরের

শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে যেমন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ৷ অন্যদিকে তৃণমূলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডল, শহিদ মাতা তথা বিধায়ক ফিরোজা বিবি, তৃণমূল নেতা মামুদ হোসেন, নন্দীগ্রাম আন্দোলনের নেতা আবু তাহের-সহ অন্যান্যরা । তৃণমূলের শহিদ সভায় সভাপতিত্ব করেন সোনাচূড়া অঞ্চল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি কালীকৃষ্ণ মণ্ডল ।

তৃণমূল নেতা মামুদ হোসেন বলেন, ‘‘নন্দীগ্রামের ভূমি আন্দোলন সাগরের মতো । জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই সংগ্রামের সাগর স্রোতের চালিকাশক্তি । হিন্দু-মুসলিম সকলের সম্মিলিতভাবে আন্দোলনের গতিপথকে ক্ষমতার স্বার্থে কেউ বিভেদ, বিদ্বেষ ও মেরুকরণের রাজনীতির মাধ্যমে কলুষিত করতে পারে না ।’’

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবপ্রসাদ মণ্ডল বলেন, ‘‘ভাঙাবেড়া শহিদ স্তম্ভ নন্দীগ্রামের শহিদদের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে । কেউ শহিদ মন্দিরকে নিজের বলে দাবি করতে পারেন না ।’’ এই অপচেষ্টা রোধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।

আরও পড়ুন :CBI Arrest : নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় ১১ তৃণমূল নেতা-কর্মী গ্রেফতার

শহিদ জননী ফিরোজা বিবি শত শহিদের রক্তে রাঙানো নন্দীগ্রাম ভূমি আন্দোলনের ঐতিহ্য ও গরিমাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চক্রান্ত প্রতিহত করার আবেদন জানান । ভূমি আন্দোলনের নেতা আবু তাহের বলেন, ‘‘সিবিআই জুজু দেখিয়ে নন্দীগ্রাম আন্দোলনের ধারাবাহিকতাকে স্তব্ধ করা যাবে না ।’’

অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘‘নন্দীগ্রাম আন্দোলনে শহিদদের রক্ত যাঁর হাতে লেগে আছে, সেই লক্ষ্মণ শেঠকে নিয়ে এসে এবার এই তোলা মূল পার্টি মিটিং করবে ।’’

এছাড়াও জানান চিল্লগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনায় 11 জনের নামে চার্জশিট জমা দিয়েছে সিবিআই । তাঁর অভিযোগ, গতবছর তাঁকে শহিদ মিনারে মাল্যদান করতে দেয়নি তৃণমূল । আগের দিন রাতে এসে তাঁকে নিয়ম পালন করে যেতে হয়েছিল ।

আরও পড়ুন :Suvendu Slams Firhad Hakim : মুখ্যমন্ত্রীর কাছে ফিরহাদকে ছাপ্পাশ্রী দেওয়ার ‘অনুরোধ’ শুভেন্দুর

তিনি বলেন, ‘‘লোক ঐক্যবদ্ধ হয়ে আমার সঙ্গে আছে ৷ এই সোনাচূড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে । ওরা কুড়িটা লোক নিয়ে প্রচুর পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে শহিদ দিবস পালন করছে । শহিদ দিবস পালন করার সকলেরই অধিকার আছে। ওরা সব তৃণমূল নয় ,তোলা মূল । 80 শতাংশ লোক ফাঁকা হয়ে গিয়েছে দেবব্রত মাইতি খুনের ঘটনায় । বাকি যে ক’জন আছে তাদেরকে ফাঁকা করে দেব । আমি ওস্তাদ আছি ।’’

ABOUT THE AUTHOR

...view details