ময়না, 8 জুন : ময়না থানা এলাকায় ত্রাণ দিতে গিয়ে বাধার মুখে পড়লেন BJP নেতা সিদ্ধার্থ নস্কর ৷ অভিযোগ, পুলিশ ওই BJP নেতাকে আটকায় ৷
গতকাল প্রাক্তন তমলুক লোকসভার BJP-র প্রার্থী সিদ্ধার্থ নস্কর ,ময়না থানায় বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত গ্রামে দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে গিয়েছিলেন ৷ প্রথমে ময়না থানার শ্রীরামপুর গ্রামে গিয়ে কয়েক জনকে ত্রাণ দেন ৷ তারপরই ময়না থানার পুলিশ তাঁকে বাধা দেয় বলে অভিযোগ ৷ পুলিশের বাধা পাওয়ার পর BJP নেতা সিদ্ধার্থ নস্কর শ্রীরামপুর গ্রাম থেকে বেরিয়ে যান ৷ এবার তিনি খেজুরতলা, মন্ডলপাড়ায় এসে ত্রাণ বিলি করতে থাকেন । তখনও পুলিশ ফের ত্রাণ দিতে বাধা দেয় বলে অভিযোগ । দ্বিতীয়বার বাধা পাওয়ার পর BJP কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বাধে ৷ তারপর সিদ্ধার্থ নস্কর ওখান থেকে ফিরে আসেন ।