ভগবানপুর, 7 নভেম্বর : বিজেপি নেতাকে অপহরণ করে কুপিয়ে খুনের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়েছে ৷ তবে শাসকদলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, চণ্ডীপুর বিধানসভার ভগবানপুর-1 নম্বর ব্লকের মোহাম্মদপুর-1 নম্বর অঞ্চলের বিজেপির শক্তি কেন্দ্রের প্রধান ছিলেন শম্ভু মাইতি (36) । অভিযোগ, শনিবার কয়েকজন দুষ্কৃতী রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে যায় ৷ দেড়িয়া দিঘি কেলেঘাই নদীর পাড় থেকে পরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় । ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে তাঁর শরীরে ৷