পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

FIR যখন হয়েছে তখন কাল গন্ডগোল করব, হুঁশিয়ারি দিলীপের - 21 july

উস্কানি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা ভট্টাচার্য । এর জবাবে দিলীপবাবু হুঁশিয়ারি, "FIR যখন হয়েছে তখন কাল গন্ডগোল করব ৷"

হুঁশিয়ারি দিলীপের

By

Published : Jul 20, 2019, 11:10 PM IST

মেদিনীপুর, 20 জুলাই : ওন্দার সভা থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেছিলেন, "যখন সভায় যাচ্ছেন মানুষের ধারদেনা মিটিয়ে দিয়ে যান ।" এরপর উস্কানি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা ভট্টাচার্য । এরও জবাব দিয়েছেন দিলীপবাবু । বলেন, "FIR যখন হয়েছে তখন তো গন্ডগোল করতেই হবে ৷ কাল গন্ডগোল করব ৷ আরও একটা FIR করুক ৷ এটা দিলীপ ঘোষ বলছে অন ক্যামেরা ৷"

FIR-এর জবাবে তৃণমূলকে আক্রমণ করে দিলীপবাবু বলেন, "রেল, বাস সব বন্ধ করে দেব ৷ চন্দ্রিমা ভট্টাচার্য কী করে আমি দেখব ৷ আমরা এবার সরকার বন্ধ করব ৷ আর এর পর চন্দ্রিমা ভট্টাচার্য কটা FIR করে আমি দেখব ৷" ফিরহাদ হাকিমকেও চ্যালেঞ্জ করে তিনি বলেন, "গন্ডগোল দিলীপ ঘোষ করবে ৷ ফিরহাদ হাকিমের হিম্মত থাকলে আটকাক ৷ এত দিন ওরা যেটা করেছে আমরা সেটা করব এবং তা কাল থেকেই শুরু করব ৷ লোক আসবে না সেটা আমি জানি ৷ তাই এবার ওরা দিলীপ ঘোষকে বলির পাঠা বানাতে চাইছে ৷ ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখতে লোক আসে না ৷ ওদের সার্কাস দেখতে লোক আসে না ৷ "

এর আগে আজ বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে দলের এক সভায় যোগ দিয়ে তৃণমূলের শহিদ দিবসের সমাবেশকে "দিদিমণি সার্কাস" বলেও কটাক্ষ করেছিলেন দিলীপবাবু ৷ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "যখন যাচ্ছেন মানুষের ধার দেনা মিটিয়ে দিয়ে যান । ওনাদের দিদিমণি তো বলেই দিয়েছেন, এক জায়গায় দিলে হবে না । সব জায়গাতেই ফেরত দিতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details