নন্দীগ্রাম, 12 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি (BJP files fir against Akhil Giri) ৷ দলের তরফে নন্দীগ্রাম থানায় শনিবার অভিযোগ দায়ের করা হয়েছে ৷ রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে (controversial comment of Akhil Giri on President Murmu) ৷ অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূলও ৷ এরই মাঝে তাঁর ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন অখিল গিরি ৷
শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগর শহীদ মঞ্চের কাছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল । অভিযোগ, সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন । তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির তরফ থেকে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।