নন্দীগ্রাম, 26 মার্চ: দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন ৷ তবে এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন ৷ কিন্তু তার আগেই চমক দিল গেরুয়া শিবির ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের একটি গ্রাম পঞ্চায়েতে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি ৷ রবিবার এই প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে (BJP Candidate list for Panchayat) ৷
এদিন বিজেপি'র তমলুক সাংগঠনিক জেলা কমিটি সাধারণ সম্পাদক মেঘনাথ পাল নন্দীগ্রামের হরিপুরে গ্রাম পঞ্চায়েতের 14টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন ৷ 15টি আসনের মধ্যে 14টি আসনের প্রার্থী তালিকাই এদিন প্রকাশ করা হয় ৷ ঘোষণা করা হয়েছে 3টি পঞ্চায়েত সমিতির প্রার্থীর নামও ৷ এদিকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরেই তাদের কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস ৷
রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি, তার আগেই কীভাবে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির? এই নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল ৷ এই বিষয়টি নিয়ে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন,"এখনও নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি । এখন থেকে প্রার্থী ঘোষণা করছে বিজেপি । কারণ ওরা জানতে পরেছে , নির্বাচন ঘোষণা হয়ে গেলে প্রার্থী আর খুঁজে পাবে না । তাই আগে থেকে প্রার্থী ঘোষণা করে দিল । তবে যতই আগে থেকে প্রার্থী দিক ওই 15টি আসনে জয়ী হবে তৃণমূল ।"
আরও পড়ুন:শুভেন্দুরও আজ রাহুল গান্ধির মতোই অবস্থা হত: তাপস রায়
শুধু প্রার্থী তালিকা ঘোষণাই নয়, এবারের বিজেপি'র প্রার্থী তালিকায় চমকও রয়েছে । প্রার্থী করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের এক মহিলাকে ৷ নাম জয়নব বিবি ৷ এই বিষয়ে বিজেপি নেতা মেঘনাথ পাল জানান, এই অঞ্চলে বিজেপি সাংগঠনিক ভাবে সারা বছর দলের কর্মী ও এলাকাবাসীর পাশে থাকে ৷ কোনও ভেদাভেদ করা হয় না ৷ এখানে 14টি আসনেই দলের প্রার্থীরা জিতবেন ৷