নন্দীগ্রাম, 14 জুলাই:ভোট সন্ত্রাসের উলটো চিত্র নন্দীগ্রামে ! পঞ্চায়েত ভোটে জয় পেতেই তৃণমূলের উপর আক্রমণের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল করার অপরাধে এক মহিলাকে গাছে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
পঞ্চায়েত ভোটের পরও বিভিন্ন জায়গায় অশান্তি খবর এসেছে ৷ ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিরোধীরাও ৷ হিংসা কবলিত এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল ৷ এর মাঝেই এবার বিজেপির বিরুদ্ধেই উঠল সন্ত্রাসের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ভেকুটিয়া গ্ৰাম পঞ্চায়েতের মনুচক এলাকায়। অভিযোগ, তৃণমূল করার অপরাধে এক মহিলাকে গাছে বেঁধে বেধরক মারধর করা হয় ৷ অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে।
অন্যদিকে, মহিলাকে মারধর করার বিষয়ে বিজেপি অবশ্য সব দায় এড়িয়ে গিয়েছে ৷ উলটে বিষয়টিকে পারিবারিক ঘটনা বলেও দাবি করেছে বিজেপির জেলা নেতৃত্ব। এই ঘটনাকে সামনে রেখে বিজেপিকে আদতে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে ৷ অভিযোগ, নন্দীগ্রামে এবার বেশ কিছু জায়গায় বিজেপি ভোটে জয়লাভ করার পরই এই এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ শুরু হয়েছে ৷ তাদের মারধর করার পাশাপাশি বাড়ি ভাঙচুর-সহ বিভিন্ন রকম অত্যাচার শুরু হয়েছে। এনিয়ে শুভেন্দু অধিকারী বললেন, "আমি নন্দীগ্রামের বিধায়ক । শুধুমাত্র বিজেপির বিধায়ক নই । আমি সকলের বিধায়ক। সমস্ত জনগণের বিধায়ক আমি। এলাকায় এসব হতে দেব না। গাছে বেঁধে মারধর এগুলো ঠিক জিনিস নয়।"