খেজুরি, 20 জানুয়ারি: এক সময়ের লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল খেজুরির মাটি । কিন্তু পরিবর্তনের হাত ধরে সেই দুর্গ হারিয়ে গিয়েছিল । দীর্ঘ এক দশক পরে সেই খেজুরির হেঁড়িয়ার বুকে বামফ্রন্টের সভা হল । এই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু , CPI(M)-এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, পূর্ব পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলিসহ অন্যান্য নেতৃত্বরা ।
এই জনসভা থেকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিমান বসু বলেন , অনেকে ভাবছেন BJP-কে রুখতে তৃণমূলকে সঙ্গে নিয়ে চলা, তা ভয়ঙ্কর ! আবার কেউ কেউ ভাবছেন তৃণমূলকে রুখতে BJP-কে সঙ্গে নিয়ে চলা , তা আরও বেশি ভয়ঙ্কর ! যে বাধা, বিপত্তি পেরিয়ে নিজেদেরকে তৈরি করতে হবে ।
জাতের নামে, ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে নাগরিক সংশোধনী আইন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু বলেন, "সারা দেশে বিভাজনের রাজনীতি চলছে, তা খেজুরির মানুষকে সে সম্পর্কে বলতে হবে । বিভাজন জাতের নামে, ধর্মের নামে এমনকি ভাষার নামে চলছে । দীর্ঘদিন খেঁজুরির মানুষ দমবন্ধ অবস্থায় ছিল । বর্তমানে তা খানিকটা সিঁথিল হয়েছে । গণতন্ত্রে দমবন্ধ অবস্থায় থাকা উচিত না । ত্রুটি বিচ্যুতি ঘটতে পারে গণতান্ত্রিক কার্যকলাপ পরিচালনায় । সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে ।"
2011 সালের পর থেকে খেজুরিতে বামেদের পার্টি অফিস একেবারে বন্ধ হয়ে যায় । ফের পার্টি অফিস খোলার ক্ষেত্রে জেলা নেতৃত্বকে এব্যাপারে ভূমিকা গ্রহণ করার কথা জানান বিমানবাবু । এমনকী রাজ্যে তৃণমূল ও কেন্দ্রে BJP বিরোধী সমস্ত শক্তিকে একত্রিত করার কাজে করছেন তিনি । কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে হাত মেলালেও রাজ্যে তৃণমূলের সঙ্গে সংঘাত চলবেই তা স্পষ্ট জানিয়ে দিলেন বিমানবাবু ।