এগরা (পূর্ব মেদিনীপুর), 18 মে: অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের 48 ঘণ্টার মধ্যে পুলিশের জালে মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু ৷ মঙ্গলবার বিস্ফোরণের ঘটনার পরই পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাসিন্দারা দাবি করেছিলেন যে জখম হয়েছেন ভানুও ৷ কিন্তু ঘটনার পরই তিনি পালিয়ে যান ওড়িশার দিকে ৷ তাঁর খোঁজ মেলার পর স্থানীয় বাসিন্দাদের দাবির সঙ্গে মিল পাওয়া গেল ৷
ভানু এখন ওড়িশার কটকের একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর শরীরের 70 শতাংশ পুড়ে গিয়েছে ৷ হাসপাতালে ভরতি থাকার সেই এক্সক্লুসিভ ছবি এসেছে ইটিভি ভারতের কাছে ৷ সেখানে দেখা যাচ্ছে, পুড়ে যাওয়ার কারণে কলাপাতায় মুড়িয়ে তাঁর চিকিৎসা চলছে । তবে শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক ৷ পুলিশ তাঁকে হেফাজতে নিলেও শারীরিক অবস্থার কারণেই এখনই স্থানান্তরিত করছে না ৷ তাঁর অবস্থার উন্নতির অপেক্ষা করছে ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে তাঁর অবস্থা অবনতির দিকে এগোচ্ছে ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার খাদিকুল গ্রামের একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণে এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তবে স্থানীয়দের দাবি, মৃতের সংখ্যা এর থেকে অনেক বেশি ৷ ওই বাজি কারখানার মালিক ভানু বাগ ৷ এলাকায় তিনি ভানু বাগ বাজিওয়ালা নামে পরিচিত ৷ তাঁর বাজি কারখানায় সারা বছরই ক্রেতাদের ভিড় লেগে থাকে ৷ মঙ্গলবারও বাজি কিনতে এসে তা ফাটিয়ে পরীক্ষা করার সময় আগুন কারখানায় ছড়িয়ে পড়ে বলে অভিযোগ ৷