পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Akhil Slams PM Modi: প্রধানমন্ত্রী মোদি ডাকাতদের রাজা, কটাক্ষ অখিল গিরির - বিজেপি

ফের বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অখিল গিরি ৷ রাজ্যের এই মন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ডাকাতদের রাজা ৷ এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) নিয়েও বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছিল অখিল গিরিকে ৷

Akhil Slams PM Modi
Akhil Slams PM Modi

By

Published : Mar 30, 2023, 6:51 PM IST

প্রধানমন্ত্রী মোদি ডাকাতদের রাজা, কটাক্ষ অখিল গিরির

দিঘা (পূর্ব মেদিনীপুর), 30 মার্চ: বিজেপির (BJP) তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) বারবার ‘চোরেদের রানি’ বলে কটাক্ষ করা হয় ৷ বৃহস্পতিবার সেই আক্রমণের পালটা জবাব দিলেন মমতার মন্ত্রিসভার সদস্য অখিল গিরি (Akhil Giri Slams BJP) ৷ পূর্ব মেদিনীপুরের এই তৃণমূল নেতা এদিন বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী দিঘায় আসবেন শুনে বিজেপি কটাক্ষ করছে । মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চোরদের রানি ! তাই যদি হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো ডাকাতদের রাজা ।’’

দিঘায় তৃণমূলের কর্মী সম্মেলনের জন্য খুঁটি পুজো

আগামী 3 এপ্রিল চারদিনের জন্য পূর্ব মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Digha Visit) । পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সফরে এসে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা ও বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন তিনি । তার সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের জন্য দিঘার হেলিপ্যাড ময়দানে কর্মী সম্মেলনও করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

দিঘায় তৃণমূলের কর্মী সম্মেলনের জন্য খুঁটি পুজো

ওই কর্মী সম্মেলনের জন্য দিঘা হেলিপ্যাড ময়দানে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে । তার আগেই রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এদিন খুঁটি পুজো করেন । মন্ত্রীর সঙ্গে ছিলেন যুব তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি, রামনগর-1 পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র-সহ অন্যরা । সেখানেই তিনি প্রধানমন্ত্রীকে ডাকাতদের রাজা বলে কটাক্ষ করেন ৷

দিঘায় তৃণমূলের কর্মী সম্মেলনের জন্য খুঁটি পুজো

প্রসঙ্গত, এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন অখিল গিরি ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন ৷ এই নিয়ে কম জলঘোলা হয়নি রাজ্যের রাজনৈতিক মহলে ৷ এবারও একই পরিস্থিতি ৷ প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জন্য বিজেপি পালটা সরব হয়েছে অখিল গিরির বিরুদ্ধে ৷ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, ‘‘চোরেদের রানি এখন দিঘায় আসছেন । পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় এসে বোমা বন্দুকের শিল্প নিয়ে । পঞ্চায়েতে যাতে বেশি করে চুরি, ডাকাতি ও তোলাবাজি হয় তার ট্রেনিং দিতে আসছেন ।’’

দিঘায় তৃণমূলের কর্মী সম্মেলনের জন্য খুঁটি পুজো

এদিকে 3 এপ্রিল রাতে দিঘাতেই থাকবেন মুখ্যমন্ত্রী ৷ পরেরদিন তাঁর কর্মী সম্মেলন৷ 5 তারিখ সরকারি কর্মসূচি রয়েছে ৷ দুয়ারে সরকারের শিবিরও পরিদর্শন করতে পারেন তিনি ৷ 6 তারিখ তিনি কলকাতা ফিরে যাবেন ৷ এবিষয়ে জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে দফায় দফায় জরুরি বৈঠকে করে চলেছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি-সহ প্রশাসনের আধিকারিকরা । প্রশাসন সূত্রে খবর, এই সফরে দিঘায় নবনির্মিত জগন্নাথ ধামের গর্ভগৃহ উদ্বোধনও করতে পারেন তিনি ।

আরও পড়ুন:রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রীকে কটাক্ষ, গরুকে আলিঙ্গন নিয়ে বিতর্কে অখিল

ABOUT THE AUTHOR

...view details