ময়না, 3 মে : মাঝরাতে হল ফল ঘোষণা ৷ পূর্ব মেদিনীপুরের ময়না থেকে জিতলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা ৷ গণনা শেষ হলেও সবশেষে পোস্টাল ব্য়ালট পুনর্গণনার দাবি করেন সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগ্রাম দলুই ৷ পোস্টাল ব্য়ালট পুনর্গণনা শেষ হতেই দেখা যায় অশোক দিন্দার প্রাপ্ত ভোটের সংখ্য়া প্রায় এক হাজার বেড়ে গেছে ৷
গতকাল প্রথমবার গণনা শেষ হওয়ার পর প্রায় 200টি ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা ৷ কিন্তু ফের পোস্টাল ভোট গণনার দাবি করেন সংগ্রাম দলুই ৷ তাঁর অভিযোগ ছিল, পোস্টাল ব্য়ালট গণনায় সমস্য়া হয়েছে ৷ তা পুনর্গণনা হলে ওই কেন্দ্র থেকে তিনিই জিতবেন ৷ সেই অভিযোগ অনুযায়ী ফের পোস্টাল ব্য়ালট গণনা শুরু হয় ৷ কিন্তু তা হতেই দেখা যায় প্রায় একহাজার ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থী অশোক দিন্দা ৷ সবমিলিয়ে 1260টি ভোটে জয়ী হন তিনি ৷