নন্দীগ্রাম, 24 মার্চ: বিজেপিতে গিয়ে ভাগাভাগির রাজনীতি করছে ফোর টোয়েন্টি অধিকারী ৷ বহিরাগত নেতাদের সঙ্গে একসুরে ভারত-পাকিস্তান নিয়ে রাজনীতি করছে ৷ এইসব ভোটের সময় মনে পড়ে ৷ নন্দীগ্রাম এক ব্লকের বয়াল এলাকায় কর্মিসভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
অভিষেক এদিন শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে কখনও বললেন ফোর টোয়েন্টি অধিকারী, কখনও বিশ্বাসঘাতক, কখনও বা মিরজাফর অধিকারী ৷ শুভেন্দুর পাশাপাশি মোদি-শাহদেরও তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সদ্য পাকিস্তান সরকারকে লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি তুলে ধরেন ভিড়ের সামনে ৷ অভিষেক জানান, মোদির ওই চিঠিতে লেখা হয়েছে, পাকিস্তানের কাছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করে ভারত ৷ পাকিস্তানকে ভারত সবরকম সহযোগিতা করবে ৷ অভিষেকের কটাক্ষ, নির্বাচনের সময় মনে পড়ে পাকিস্তান, বালাকোট, ঘর মে ঘুস কর মারেঙ্গে ৷