কাঁথি, 27 মার্চ : রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ ৷ সেইমতো আজ দক্ষিণ কাঁথি বিধানসভার প্রভাত কুমার কলেজে গিয়ে ভোট দিলেন শিশির অধিকারী ৷ ভোট দেওয়ার পর প্রকাশ্যে বললেন, " পদ্মচিহ্ণে ভোট দিয়েছি ৷ "
খাতায় কলমে এখনও তিনি তৃণমূল সাংসদ ৷ কিন্তু মাস কয়েক আগে শান্তিকুঞ্জের গৃহকর্তা শিশির অধিকারীর মেজ ছেলে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই খানিক বেসুরো দেখায় তাঁকে ৷ প্রকাশ্যে কিছু না বললেও তৃণমূল নেত্রী তাঁর খোঁজখবর না নেওয়ায় গোঁসা করেন তিনি ৷ তারপর থেকে কখনও অমিত শাহের মঞ্চে আবার কখনও মোদির মঞ্চে প্রকট হন তিনি ৷ পাশাপাশি গত কয়েকদিন ধরে তাঁকে বিজেপির একাধিক কর্মসূচিতেও যোগ দিতে দেখা যায় ৷ এদিন ভোট দিয়ে বেরিয়ে আসার সময় বিরোধীদের উদ্দেশ্যে বলেন , " বিরোধীদের শুভবুদ্ধি হোক ৷ " পাশাপাশি তিনি বিরোধীদের পরাজয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকারও পরামর্শ দেন ৷
পদ্ম চিহ্নে ভোট দিলেন শিশির দীর্ঘদিন ধরে তিনি ডানপন্থী আদর্শে বিশ্বাস রেখে লড়েছেন একের পর এক নির্বাচন ৷ তাঁর তিন ছেলেও একই আদর্শকে পাথেয় করে নির্বাচনী লড়াই লড়েছেন ৷ কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ৷ শুভেন্দু গেরুয়া শিবিরে নাম লেখানোর পরই ভাই সৌমেন্দুও যোগদান করেছেন বিজেপিতে ৷ তারপর থেকে নাম না করে একের পর এক বাক্যবাণে মমতার সঙ্গে বাগযুদ্ধ চলেছে অধিকারী পরিবারের সদস্যদের ৷ নাম না করে 'গদ্দার' বলেও শিশির অধিকারীকে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো ৷
আরও পড়ুন :সুশান্ত ঘোষকে ধাক্কা দিয়ে কি জঙ্গলমহল আবার জবাব দিল সিপিএমকে ?
বিজেপির একের পর এক কর্মসূচিতে যোগদানের পর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন উঠতে শুরু করেছিল, কবে শিশির খাতায় কলমে পদ্ম শিবিরে নাম লেখাবেন ৷ সেই জল্পনা একাধিকবার উস্কে দিলেও গেরুয়া পতাকা হাতে একটা ছবিও কৌতুহলীদের সামনে আসেনি ৷ অবশেষে আজ পদ্মে ছাপ দিয়ে বিরোধীদের বুঝিয়ে দিলেন, " স্যাঁকরার ঠুকঠাক, কামারের এক ঘা " ৷