নন্দীগ্রাম, 29 মার্চ : নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ ৷ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বয়াল 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় আশদতলা বাজার এলাকায় বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু ৷ বিক্ষোভকারীরা তৃণমূলের সমর্থক বলে জানা গিয়েছে ৷
শুভেন্দুর গাড়ির সামনে দেখানো হয় কালো পতাকা । খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ । ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক জখম হয়েছেন ।
নন্দীগ্রামে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের আরও পড়ুন : নন্দীগ্রামের রায়ের আগে শান্তিকুঞ্জে ফাটল ধরানোর চেষ্টা মমতার
উল্লেখ্য গতকালই নন্দীগ্রামে এসেছেন মমতা ৷ ভোট পর্যন্ত নন্দীগ্রামেই থাকবেন ৷ আর গতকালই মমতা শুভেন্দুদের উপর একের পর এক অভিযোগ এনেছেন ৷ নাম না করে নন্দীগ্রামের মানুষকে জানিয়ে দিলেন, সে-দিনের গণহত্যায় পুলিশ ঢোকানোর দায় শুভেন্দু-শিশিরদের ৷ 'বাপ-ব্যাটা'-র অনুমতিতেই নাকি সেদিন পুলিশ নন্দীগ্রামে ঢুকেছিল ৷ এরপরই আজ শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ ৷