নন্দীগ্রাম, 4 এপ্রিল : ভোট মিটতেই নন্দীগ্রামসহ জেলা জুড়ে আক্রমণ, প্রতি আক্রমণ চলছে । একাধিক জায়গায় হিংসা চলছে ৷ এখনও পর্যন্ত হিংসা ছড়ানোর দায়ে মোট 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
গতকাল নন্দীগ্রাম 1 ব্লকের ভেকুটিয়াতে বিজেপি কর্মীদের উপর মারধরের অভিযোগ । অভিযোগের তীর তৃণমূলের দিকে । অপর দিকে তৃণমূল কর্মীদের উপর পাল্টা হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনায় দু'পক্ষের বেশ কয়েক জন জখম হয়েছেন । আহত বিজেপি কর্মীদের রেয়াপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে । তৃণমূলের কর্মীদের ভর্তি করা হয়েছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ৷
চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের ভগবানপুর তেঘরি এলাকায় বিজেপিকে সমর্থন করার কারণে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ । হামলায় মাথা ফাটিয়ে এবং হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত বিজেপি কর্মীদের তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।