পটাশপুর, 27 মার্চ : প্রথম দফার ভোট ঘিরে ইতিমধ্যেই পাঁচ জেলার বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ছবি সামনে আসছে । এরই মধ্যে বোমার আঘাতে জখম হলেন কেন্দ্রবাহিনীর এক জওয়ান । পূর্ব মেদিনীপুর পটাশপুর থানার আড়গোয়াল অঞ্চলের সাতশতমাল এলাকার ঘটনা ।
পটাশপুরে বোমার আঘাতে জখম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান - a jawan injured by bomb in patashpur
পটাশপুর থানা এলাকায় বোমার আঘাতে জখম কেন্দ্রবাহিনীর এক জওয়ান । তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।
পটাশপুরে বোমার আঘাতে জখম কেন্দ্র বাহিনীর এক জওয়ান
পূর্ব মেদিনীপুরে আজ ছয় কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। তবে কোনও কোনও কেন্দ্রে উত্তেজনার আবহ রয়েছে। এরই মধ্যে পটাশপুরের ঘটনা সামনে আসে। সেখা দুষ্কৃতীদের বোমার হামলায় গুরুতর জখম হন এক জওয়ান । তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।
এদিকে পটাশপুর থানার সাতশতমাল এলাকায় বিজেপি-তৃণমূল সংঘর্ষের খবর পেয়ে ছুটে যায় পুলিশ । দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হন পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তীসহ দুই জন ।
Last Updated : Mar 27, 2021, 8:12 AM IST