নন্দীগ্রাম, 26 মার্চ: বামেরা 34 বছরে বিজেপিকে বাংলায় ঢুকতে দেয়নি ৷ মমতাকে দিয়ে পরিকল্পনা করে রাজ্যে নিজেদের ভিত গড়েছে বিজেপি ৷ তাই বিজেপিকে যদি সত্যিই রুখতে চান তাহলে সংযুক্ত মোর্চাকে সমর্থন করুন ৷ নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে এই আহ্বান জানালেন ফুরফুরা শরিকের পীরজাদা আব্বাস সিদ্দিকী । বাংলায় জাতপাতের বিভেদের জন্য মমতার মুসলিম তোষণই দায়ী বলে অভিযোগ করেছেন তিনি ৷
এ দিন নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায় ও চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের আশিস গুচ্ছাইতের সমর্থনে নন্দীগ্রাম কলেজ মাঠে জনসভার আয়োজন করা হয়েছিল । সভার শুরু থেকেই স্বভাবসিদ্ধ বিস্ফোরক মেজাজে ছিলেন আব্বাস ৷ প্রথমেই তিনি স্মরণ করিয়ে দেন, এটা কোনও ধর্মীয় সভা নয়, রাজনৈতিক সভা ৷ তাঁর দল কোনও ধর্মের প্রচারক নয়, পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে শামিল বলে স্পষ্ট করে দেন আইএসএফ নেতা ৷ তাঁর অভিযোগ, "জোড়াফুল বাংলার ভ্রাতৃত্বকে নষ্ট করে দিয়েছে ৷ বাংলায় কোনও জাতপাতের বিভাজন ছিল না ৷ পরিকল্পনা করে মিডিয়ার মাধ্যমে বারবার ঘোষণা করা হয়েছে, আমি আড়াই হাজার টাকা করে ইমাম ভাতা দিলাম ৷ তাতেই আমরা ভুলে গেলাম যে ইমামের ছেলেমেয়ের চাকরি তিনি দেননি ৷ আমরা এতই বোকা যে আড়াই হাজারেই খুশি হয়ে গিয়েছি ৷ আমাদের মতো আজান দিলেন ৷ আমরা ভাবলাম ইনি আমাদের আপন জন ৷ এই ভাতা দেওয়ার সরকার চাই না ৷ সংবিধানের অধিকারের সরকার চাই ৷"
মুখ্যমন্ত্রীর মুসলিম তোষণের কারণেই রাজ্যে হিন্দু ও মুসলিম বিভাজন হয়েছে বলে অভিযোগ করে আব্বাস বলেছেন, "দিদি একের পর এক মিথ্যে বলেছেন ৷ আমাদের ভুল বুঝিয়েছেন ৷ এতে সবাই তো ভাববে, মমতা তো সব মুসলিমদের জন্য করছেন ৷ এ দিকে আর এক দল বলতে শুরু করলেন হিন্দুরা বিপদে আছেন ৷ তাই হিন্দু ভাইরা ভাবছেন ওরাই আপন ৷ বাংলার ঐতিহ্য হল হিন্দু ও মুসলিম একসঙ্গে থাকা ৷ এই পরিস্থিতি এখানে এনেছেন মমতা ৷"