পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"মমতার মুসলিম তোষণেই বঙ্গে এসেছে বিজেপি", নন্দীগ্রামে বিস্ফোরক আব্বাস - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

নন্দীগ্রামের সভায় চাঁছাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপিকে একহাত নিলেন ফুরফুরা শরিকের পীরজাদা আব্বাস সিদ্দিকী । তৃণমূলই রাজ্যে বিজেপিকে জায়গা করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

Mamata Banerjee plants BJp in west Bengal, abbas siddiqui says at nandigram
"মমতার মুসলিম তোষণেই বঙ্গে এসেছে বিজেপি", নন্দীগ্রামে বিস্ফোরক আব্বাস

By

Published : Mar 26, 2021, 1:41 PM IST

নন্দীগ্রাম, 26 মার্চ: বামেরা 34 বছরে বিজেপিকে বাংলায় ঢুকতে দেয়নি ৷ মমতাকে দিয়ে পরিকল্পনা করে রাজ্যে নিজেদের ভিত গড়েছে বিজেপি ৷ তাই বিজেপিকে যদি সত্যিই রুখতে চান তাহলে সংযুক্ত মোর্চাকে সমর্থন করুন ৷ নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে এই আহ্বান জানালেন ফুরফুরা শরিকের পীরজাদা আব্বাস সিদ্দিকী । বাংলায় জাতপাতের বিভেদের জন্য মমতার মুসলিম তোষণই দায়ী বলে অভিযোগ করেছেন তিনি ৷

এ দিন নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায় ও চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের আশিস গুচ্ছাইতের সমর্থনে নন্দীগ্রাম কলেজ মাঠে জনসভার আয়োজন করা হয়েছিল । সভার শুরু থেকেই স্বভাবসিদ্ধ বিস্ফোরক মেজাজে ছিলেন আব্বাস ৷ প্রথমেই তিনি স্মরণ করিয়ে দেন, এটা কোনও ধর্মীয় সভা নয়, রাজনৈতিক সভা ৷ তাঁর দল কোনও ধর্মের প্রচারক নয়, পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে শামিল বলে স্পষ্ট করে দেন আইএসএফ নেতা ৷ তাঁর অভিযোগ, "জোড়াফুল বাংলার ভ্রাতৃত্বকে নষ্ট করে দিয়েছে ৷ বাংলায় কোনও জাতপাতের বিভাজন ছিল না ৷ পরিকল্পনা করে মিডিয়ার মাধ্যমে বারবার ঘোষণা করা হয়েছে, আমি আড়াই হাজার টাকা করে ইমাম ভাতা দিলাম ৷ তাতেই আমরা ভুলে গেলাম যে ইমামের ছেলেমেয়ের চাকরি তিনি দেননি ৷ আমরা এতই বোকা যে আড়াই হাজারেই খুশি হয়ে গিয়েছি ৷ আমাদের মতো আজান দিলেন ৷ আমরা ভাবলাম ইনি আমাদের আপন জন ৷ এই ভাতা দেওয়ার সরকার চাই না ৷ সংবিধানের অধিকারের সরকার চাই ৷"

মুখ্যমন্ত্রীর মুসলিম তোষণের কারণেই রাজ্যে হিন্দু ও মুসলিম বিভাজন হয়েছে বলে অভিযোগ করে আব্বাস বলেছেন, "দিদি একের পর এক মিথ্যে বলেছেন ৷ আমাদের ভুল বুঝিয়েছেন ৷ এতে সবাই তো ভাববে, মমতা তো সব মুসলিমদের জন্য করছেন ৷ এ দিকে আর এক দল বলতে শুরু করলেন হিন্দুরা বিপদে আছেন ৷ তাই হিন্দু ভাইরা ভাবছেন ওরাই আপন ৷ বাংলার ঐতিহ্য হল হিন্দু ও মুসলিম একসঙ্গে থাকা ৷ এই পরিস্থিতি এখানে এনেছেন মমতা ৷"

আরও পড়ুন:কীসের ভরসায় মমতাকে ‘শূন্য’ করার ডাক দিলেন আব্বাস সিদ্দিকী

বিজেপি বহু বছর ধরে পরিকল্পনা করে রাজ্যে ঘাঁটি গেড়েছে বলে অভিযোগ করেছেন আব্বাস ৷ মোবাইলে 1998 সালের ঘটনার খবর তুলে ধরেন তিনি ৷ যেখানে বাজপেয়ির সময়ে বাংলায় তৃণমূলের সঙ্গে বিজেপির জোট বাঁধার খবর রয়েছে ৷ সেই ছবি দেখিয়ে আব্বাস বলেন, "তৃণমূল বলছে বিজেপিকে রুখতে হবে ৷ এই বাংলায় 34 বছর ও তার আগে 22 বছরেও বিজেপি এসেছে ৷ তবে যখনই এসেছে লাল ঝান্ডার ঝাপটায় পালিয়েছে ৷ বিজেপি তখন দেখল একটা নাটক করতে হবে ৷ একজন নাটকওয়ালাকে পাঠাতে হবে বাংলায় ৷ তারা খুঁজে পেল মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ 1998 সালের এই খবরে দেখুন লালকৃষ্ণ আডবাণি বলেছিলেন, বিজেপির সঙ্গে তৃণমূলের জোট ঐতিহাসিক পদক্ষেপ করবে ৷ সেই ইতিহাস আজ বোঝা যাচ্ছে ৷ সিবিআইয়ের ভয় দেখিয়ে শুভেন্দু, রাজীবকে উপহার পাচ্ছে বিজেপি ৷ একদিন দেখবেন মমতাকেই বিজেপি উপহার চাইছে ৷ আর দিদি-মোদি আবার এক হয়ে গিয়েছে ৷"

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট নিয়েও কটাক্ষ করেন ফুরফুরা শরিকের পীরজাদা ৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, সিপিএম সাম্প্রদায়িক দলের সঙ্গে হাত মেলায়নি ৷ আইএসএফ-এর সভাপতি আদিবাসী ৷ আদিবাসীদের তাহলে সাম্প্রদায়িক বলছে দিদি ৷ সিপিএম-এর তরুণী মুখ মীনাক্ষি মুখোপাধ্য়ায়কে ভোট দিয়ে একটা সুযোগ দেওয়ার ডাক দিয়েছেন আব্বাস সিদ্দিকী ৷

ABOUT THE AUTHOR

...view details