নন্দীগ্রাম, 1 এপ্রিল:ভোটের দিন কেন রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? এই প্রশ্নে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন জয়নগরে জনসভা করে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী ৷ নন্দীগ্রামে বয়ালের বুথে প্রায় দু ঘণ্টা আটকে থাকার পর, সেখান থেকে বেরিয়ে এসে এই অভিযোগ করেন তিনি ৷ বলেন, ভোটে নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করছে ৷
দ্বিতীয় দফার ভোটে তৃণমূল নেত্রী নন্দীগ্রামের বয়ালের একটি বুথে যাওয়ার পরই সেখানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ৷ সংঘর্ষ বাঁধে বিজেপি ও তৃণমূল সমর্থকদের ৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ এর ফলে প্রায় দু'ঘণ্টা বয়ালের বুথের মধ্যেই আটকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় তাঁকে সেখান থেকে বের করে আনা হয় ৷ বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন মমতা ৷