নন্দীগ্রাম, 1 এপ্রিল: উন্নয়ন জিতবে, তোষণ পরাস্ত হবে, ভোট দিয়ে বেরিয়ে বললেন শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার সকাল সকাল সাদা কুর্তা-পাঞ্জাবিতে নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয়ে 76 নম্বর বুথে এসে ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷
ভোট দিয়ে বেরিয়ে শুভেন্দু বললেন, "সমস্ত ভোটারদের অনুরোধ করব, শান্তিপূর্ণভাবে, নিয়ম মেনে, কোভিড বিধি মেনে ভোট দিন ৷ আমি ভোট দিয়েছি ৷ উন্নয়ন জিতবে, তোষণ পরাস্ত হবে, দুর্নীতিমুক্ত সোনার বাংলা হবে ৷ "
শুনুন কী বললেন শুভেন্দু অধিকারী আরও পড়ুন: কেশপুরে খুন তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি
চার জেলায় 30টি বিধানসভা কেন্দ্রে আজ দ্বিতীয় দফার নির্বাচন ৷ পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনা ৷ এই দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ নজর থাকছে নন্দীগ্রামের উপর ৷ কারণ খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের প্রার্থী ৷ প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী ৷ দুই প্রবল প্রতিপক্ষের মাঝে রয়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷