কলকাতা ও নন্দীগ্রাম, 31 মার্চ : মঙ্গলবার দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল ৷ আর শেষ দিনেই নিজের গোত্র-কার্ড খেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নন্দীগ্রাম বিধানসভার টেগুয়ায় সভা করতে গিয়ে মমতা বলেন, তিনি শাণ্ডিল্য গোত্র ৷ যা ব্রাহ্মণ সম্প্রদায়ের সর্বোচ্চ 8টি গোত্রের একটি ৷
নন্দীগ্রাম, চলতি বিধানসভা নির্বাচনের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ৷ মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও এককালীন তাঁরই স্নেহধন্য শুভেন্দু অধিকারী ৷ সেই বিধানসভা কেন্দ্রের প্রচারে মধ্যেও তাঁকে শুনতে হয়েছে ‘‘জয় শ্রী রাম’’ ধ্বনি ৷ তারপরই মমতার মুখে শোনা গেল তাঁর গোত্র শাণ্ডিল্য ৷
গতকাল মমতা বলেন, ‘‘দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম ৷ তখন পুরোহিত আমাকে আমার গোত্র জিজ্ঞাসা করেন ৷ আমি বলি ‘মা মাটি মানুষ’ ৷’’ এরপর মমতা তাঁর ত্রিপুরা ভ্রমণের কথা বলেন ৷ সেখানে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় , পুরোহিত তাঁর গোত্র জিজ্ঞাসা করলে, তিনি সেখানেও ‘‘মা মাটি মানুষ’’ বলেছিলেন ৷ যদিও এরপর মমতা বলেন, ‘‘আমার ব্যক্তিগত গোত্র শাণ্ডিল্য’’ ৷
নন্দীগ্রামে শেষ দিনের প্রচারে মমতা আরও পড়ুন : শেষবেলার প্রচারে ব্যাটেলগ্রাউন্ড নন্দীগ্রামে হেভিওয়েটদের ছড়াছড়ি
তবে মমতার এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ৷ বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, মমতা হতাশা থেকে নিজের গোত্র জনসমক্ষে বলছেন ৷ তিনি বলেন, ‘‘ আমার কখনও বলার প্রয়োজন পড়েনি যে এটা আমার গোত্র ৷ কিন্তু তিনি এটা বলছেন নির্বাচনে হারার ভয়ে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় অনুগ্রহ করে আমাকে বলবেন, রোহিঙ্গা ও উদ্বাস্তুরাও কি শাণ্ডিল্য গোত্রের? মমতার হার নিশ্চিত ৷’’ যদিও গিরিরাজ সিংয়ের টুইটার হ্যান্ডেলে তিনি নিজের নাম লেখার আগে শাণ্ডিল্য যোগ করেন ৷
আরও পড়ুন : ‘‘বাংলার লেডি হিটলার’’, নন্দীগ্রাম নিয়ে মমতার মন্তব্যের পাল্টা শুভেন্দুর
সোমবার নির্বাচনী প্রচারে মমতাকে কটাক্ষ করেন শুভেন্দু ৷ মমতাকে তিনি ‘‘ বেগম’’ ও ‘‘বাংলার লেডি হিটলার’’ বলেও উল্লেখ করেন ৷ তিনি বলেন, ‘‘ মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত ইদ মোবারাক বলতে অভ্যস্ত ৷ উনি হোলিতেও বলেন ‘হোলি মোবারক’ ৷ আপনারা যদি এই বেগমকে ভোট দেন তাহলে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান হয়ে যাবে ৷’’
সোমবার মমতা নন্দীগ্রামের ভোটারদের সাবধান করার ভঙ্গিতে বলেন, বিজেপি শাসিত রাজ্য থেকে পুলিশ আসছে পশ্চিমবঙ্গে ভোটের জন্য ৷ এরা ভোটের সময় ভয় দেখাতে পারে ৷ এছাড়া তিনি শুভেন্দুকেও কটাক্ষ করেন ৷ তাঁকে মিরজাফর বলে উল্লেখ করেন ৷