পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোহমের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ - চণ্ডীপুর

চণ্ডীপুরের 211 নম্বর বুথের কাছে সোহমের গাড়িতে বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ জানিয়েছিল তৃণমূল ৷ তখনই সোহমের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা ওই বিজেপি কর্মীদের মারধর করে বলে পাল্টা অভিযোগ আনল বিজেপি ৷

allegations-of-beating-of-bjp-party-members-against-security-staffs-of-soham-chakraborty
allegations-of-beating-of-bjp-party-members-against-security-staffs-of-soham-chakraborty

By

Published : Apr 1, 2021, 3:07 PM IST

চণ্ডীপুর, 1 এপ্রিল : সোহম চক্রবর্তীর গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছিল তৃণমূল। এবার পাল্টা সোহমের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল ৷ গোটা ঘটনার রিপোর্ট চাইল কমিশন ৷

বৃহস্পতিবার রাজ্যে চলছে দ্বিতীয় দফার নির্বাচন ৷ ভোট হচ্ছে 30 টি আসনে ৷ যার অন্যতম পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ৷ চণ্ডীপুরে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী ৷ এদিন সোহম নিজের বিধানসভা কেন্দ্রের বুথে বুথে ঘুরছিলেন ৷ চণ্ডীপুরের 211 নম্বর বুথের কাছে সোহমের গাড়ি পৌঁছাতেই স্থানীয় বিজেপি কর্মীরা গাড়ি ঘিরে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ অভিযোগ, এরপর তাঁরা সোহমের গাড়িতে হামলা চালান ৷ তখনই সোহমের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা ওই বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ ৷ বিজেপির তরফে কমিশনকে অভিযোগ জানানোর পরেই গোটা বিষয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন: বেলা গড়াতে বুথ তদারকিতে মমতা; বয়ালে উত্তজেনা, সংঘর্ষ

চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী পুলককান্তি গুড়িয়া । অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন সিপিআইএমের আশিস গুছাইত । চণ্ডীপুরের পাশের কেন্দ্র স্পর্শকাতর নন্দীগ্রাম ৷ যুযুধান প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী ৷

ABOUT THE AUTHOR

...view details