চণ্ডীপুর, 1 এপ্রিল : সোহম চক্রবর্তীর গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছিল তৃণমূল। এবার পাল্টা সোহমের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল ৷ গোটা ঘটনার রিপোর্ট চাইল কমিশন ৷
বৃহস্পতিবার রাজ্যে চলছে দ্বিতীয় দফার নির্বাচন ৷ ভোট হচ্ছে 30 টি আসনে ৷ যার অন্যতম পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ৷ চণ্ডীপুরে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী ৷ এদিন সোহম নিজের বিধানসভা কেন্দ্রের বুথে বুথে ঘুরছিলেন ৷ চণ্ডীপুরের 211 নম্বর বুথের কাছে সোহমের গাড়ি পৌঁছাতেই স্থানীয় বিজেপি কর্মীরা গাড়ি ঘিরে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ অভিযোগ, এরপর তাঁরা সোহমের গাড়িতে হামলা চালান ৷ তখনই সোহমের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা ওই বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ ৷ বিজেপির তরফে কমিশনকে অভিযোগ জানানোর পরেই গোটা বিষয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ৷