খেজুরি, 16 এপ্রিল : রাতে একের পর এক বিজেপি কর্মী সমর্থকদের বেছে বেছে বাড়ি ও খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । পূর্ব মেদিনীপুরের খেজুরি 2 নম্বর ব্লকের বারাতলা অঞ্চলের 180 নম্বর বুথের ঘটনা ।
অভিযোগ, গতকাল গভীর রাতে এলাকার সক্রিয় বিজেপি কর্মী সৌমেন দাসের বাড়িতে প্রথমে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এরপর এলাকার আরেক জন বিজেপি কর্মী সমীর পাত্রের বাড়িতেও আগুন লাগানোর চেষ্টা করে তারা । কিন্তু বাড়িতে আগুন লাগাতে না পেরে বাড়ি সংলগ্ন খড়ের গদায় আগুন ধরিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । আগুন দেখে পাড়া প্রতিবেশীরা এসে কোনও মতে আগুন নেভায় । পুরো ঘটনায় খেজুরি থানায় বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে ৷