পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি কর্মীদের বাড়ি ও খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - allegation of setting fire on BJP supporters's house

গতকাল গভীর রাতে এলাকার সক্রিয় বিজেপি কর্মী সৌমেন দাসের বাড়িতে প্রথমে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এরপর এলাকার আরেক জন বিজেপি কর্মী সমীর পাত্রের বাড়িতেও আগুন লাগানোর চেষ্টা করে তারা ।

খড়গাদায় আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
খড়গাদায় আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By

Published : Apr 16, 2021, 10:04 PM IST

খেজুরি, 16 এপ্রিল : রাতে একের পর এক বিজেপি কর্মী সমর্থকদের বেছে বেছে বাড়ি ও খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । পূর্ব মেদিনীপুরের খেজুরি 2 নম্বর ব্লকের বারাতলা অঞ্চলের 180 নম্বর বুথের ঘটনা ।

অভিযোগ, গতকাল গভীর রাতে এলাকার সক্রিয় বিজেপি কর্মী সৌমেন দাসের বাড়িতে প্রথমে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এরপর এলাকার আরেক জন বিজেপি কর্মী সমীর পাত্রের বাড়িতেও আগুন লাগানোর চেষ্টা করে তারা । কিন্তু বাড়িতে আগুন লাগাতে না পেরে বাড়ি সংলগ্ন খড়ের গদায় আগুন ধরিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । আগুন দেখে পাড়া প্রতিবেশীরা এসে কোনও মতে আগুন নেভায় । পুরো ঘটনায় খেজুরি থানায় বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

বিজেপি কর্মীদের বাড়ি ও খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

খেজুরি 2 বিজেপির মণ্ডল কমিটির সদস্য সন্দীপ হাজরা বলেন, ‘‘গতকাল গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা এসে এলাকায় ব্যাপক সন্ত্রাস চালায় ৷ কয়েক জনের ঘরবাড়ি ও খড়গাদায় আগুন লাগিয়ে দেয় । আমরা এর তীব্র প্রতিবাদ জানাই । আসলে তারা বুঝে গেছে 2 তারিখের পর আর তৃণমূলের সরকার থাকছে না । তাই তারা এলাকায় নিজেদের রাজত্ব ধরে রাখতে মরিয়া হয়ে সন্ত্রাস চালাচ্ছে ৷ এই সব আর বেশি দিন চলবে না।’’

আরও পড়ুন : বুদ্ধদেব ভট্টাচার্য কি বুথে গিয়ে ভোট দেবেন ?

অন্যদিকে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর ও প্রাক্তন সহকারী সভাপতি মামুদ হোসেন বলেন, ‘‘এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় । কারণ তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না ।’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details