পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Appeals for Peace: হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর - হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখার আবেদন

আগামিকাল হনুমান জয়ন্তী ৷ তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণভাবে এই উৎসব পালনের আর্জি জানান ৷

Mamata Appeals for Peace
Mamata Appeals for Peace

By

Published : Apr 5, 2023, 7:17 PM IST

Updated : Apr 5, 2023, 7:32 PM IST

দিঘা (পূর্ব মেদিনীপুর), 5 এপ্রিল: শান্তিতে হনুমানজয়ন্তী পালনের আর্জি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে তিনি এই আর্জি জানান রাজ্যবাসীর কাছে ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগামিকাল হনুমান জয়ন্তী ৷ আমি প্রত্যেকের কাছে আবেদন করব যাতে তাঁরা এই উৎসব শান্তিপূর্ণভাবে পালন করেন ৷ শান্তিপূর্ণভাবে পালন করলে কোথাও কোনও সমস্যা হবে না ৷ বাংলা শান্তির জায়গা ৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘ধর্ম যার যার, উৎসব সবার ৷’’

আগামিকাল, বৃহস্পতিবার হনুমান জয়ন্তী ৷ তার ঠিক আগেরদিন মুখ্যমন্ত্রীর এই আর্জি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ কারণ, এক সপ্তাহ আগেই রামনবমীকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন এলাকায় অশান্তি ছড়ায় ৷ তাই নতুন করে যেন উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয়, সেদিক সুনিশ্চিত করতেই মুখ্যমন্ত্রীর এই আবেদন বলেই ওয়াকিবহাল মহলের মত ৷

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ছিল রামনবমী ৷ ওইদিন বাংলার বিভিন্ন অংশে রামনবমীর শোভাযাত্রা বের হয় ৷ সন্ধ্যায় হাওড়ার শিবপুর থানা এলাকায় শোভাযাত্রা ঘিরে অশান্তি ছড়ায় ৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ বিভিন্ন দোকানে ভাঙচুর করা হয় ৷ অগ্নিসংযোগ করা হয় ৷ পরিস্থিতি সামলায় পুলিশ ৷ ধীরে ধীরে এলাকার পরিস্থিতি শান্ত হয় ৷ কয়েকজনকে গ্রেফতার করা হয় ৷

কিন্তু সেই রেশ কাটার আগেই গত রবিবার আরও একদফা উত্তজেনা ছড়ায় রামনবমীর শোভাযাত্রা ঘিরে ৷ এবার ঘটনাস্থল হুগলির রিষড়া ৷ সেখানে আক্রান্ত হয় বিজেপি বিধায়ক-সহ অনেকে ৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ অবস্থা কিছুটা শান্ত হলেও আবার সোমবার রাতে অগ্নিসংযোগ, বোমাবাজির ঘটনা ঘটে ৷ থমকে যায় লোকাল ট্রেন চলাচল ৷

সোমবার পূর্ব মেদিনীপুর সফরে যান মুখ্যমন্ত্রী ৷ সোম ও মঙ্গলবার দু’টি কর্মসূচিতে যোগদান করেন ৷ একটি প্রশাসনিক কর্মসূচি ছিল ৷ অন্যটি ছিল রাজনৈতিক ৷ দু’টি কর্মসূচি থেকেই তিনি গন্ডগোল পাকানোর জন্য বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি ৷ শান্তি বজায় রাখার আবেদন করেন ৷ মানুষকে কোনওরকম প্ররোচনায় পা দিতে নিষেধ করেন ৷ তার পর বুধবার আবার তিনি একই আবেদন করলেন ৷

আরও পড়ুন:রামের নাম বদনাম করছে বিজেপির গুন্ডারা, অভিযোগ মমতার

Last Updated : Apr 5, 2023, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details