পূর্ব মেদিনীপুর, 30 জুন:আবারও ওসি বদল ৷ বৃহস্পতিবার বদলি হয়েছেন নন্দীগ্রাম থানার ওসি ৷ তার রেশ কাটতে না-কাটতেই শুক্রবার বদলি হল
ময়না থানার ওসি ৷ নির্বাচনের আগে এই ওসি বদলকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ রাজ্য রাজনীতিতে এখন প্রায় ময়নার নাম শিরোনামে প্রতিনিয়ত উঠে আসে । আবার ভোটের আগেই অসুস্থতায কারণে ওসি বদল হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে ।
সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে ময়না থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান ছুটি চেয়েছিলেন । সেই মর্মে তাকে ছুটি দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । তাঁর জায়গায় দায়িত্ব সামলাতে আসছেন কোলাঘাট থানার ওসি মাহেবুল ইসলাম । এর আগে দীর্ঘদিন ধরে মাহেবুল ইসলাম ময়না থানার দায়িত্বে রয়েছিলেন । সেই কারণেই জেলা প্রশাসন মাহেবুল ইসলামকে আবার ময়না থানার দায়িত্বে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে । অপরদিকে তমলুকের সিআই পরিমল সাহা কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব সামলাবেন ।