পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৈঠক করতে এসে ঘেরাও হলেন BDO - BDO of Kolaghat faced agitation

স্থানীয় বাসিন্দা অন্নপূর্ণা আচার্য বলেন, "দীর্ঘদিন ধরেই আমাদের এলাকার টিউবওয়েলগুলি খারাপ হয়ে রয়েছে । জলের জন্য প্রায় দেড় কিলোমিটার দূরে যেতে হয় । আমরা চরম সমস্যায় পড়েছি । পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে আমরা BDO আসছে জানতে পেরে তাঁকে ঘেরাও করেছি ।"

water problem at kolaghat
BDO-কে ঘেরাও

By

Published : Dec 2, 2019, 9:36 PM IST

কোলাঘাট, ২ ডিসেম্বর: পানীয় জলের সমস্যা জানিয়ে BDO-কে ঘেরাও করল গ্রামবাসী । এলাকার উন্নয়নের কাজ নিয়ে আজ পঞ্চায়েত প্রধান ও সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন কোলাঘাটের BDO। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই পঞ্চায়েত অফিসে BDO-কে ঘেরাও করে বিক্ষোভ দেখান সিদ্ধা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশ । তাঁদের অভিযোগ, এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । এলাকার 500 জন বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছেন । পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েও লাভ না হওয়ায় এদিন BDO- কে ঘেরাও করেন তাঁরা । প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ চলে । খবর পেয়ে সেখানে যায় পাঁশকুড়া থানার পুলিশ । পরে BDO-র কাছ থেকে আশ্বাস পেয়ে বিক্ষোভ তোলেন গ্রামবাসী ।

স্থানীয় বাসিন্দা অন্নপূর্ণা আচার্য বলেন, "দীর্ঘদিন ধরেই আমাদের এলাকার টিউবওয়েলগুলি খারাপ হয়ে রয়েছে । জলের জন্য প্রায় দেড় কিলোমিটার দূরে যেতে হয় । আমরা চরম সমস্যায় পড়েছি । পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে আমরা BDO আসছে জানতে পেরে তাঁকে ঘেরাও করেছি ।"

দেখুন ভিডিয়োয় কী বলছেন তাঁরা...

BDO মদন মণ্ডল বলেন, "আজ এলাকার উন্নয়ন নিয়ে মিটিং করতে এসেছিলাম । আমার জানা ছিল না এতদিন ধরে সাধারণ মানুষ জলের সমস্যায় ভুগছে । প্রধান আমেনা বিবিকে নির্দেশ দিয়েছি দুই থেকে তিন দিনের মধ্যে টিউবওয়েলগুলি সারানোর । "

ABOUT THE AUTHOR

...view details