পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্র খেজুরি খেজুরি, 10 অগস্ট: গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে পূর্ব মেদিনীপুরের খেজুরি দু' নম্বর ব্লকের নিজকশবা গ্রাম পঞ্চায়েত ৷ বৃহস্পতিবার বোর্ড গঠনকে কেন্দ্র করে বোমাগুলি চালানোর অভিযোগ তৃণমূল-বিজেপি দু'পক্ষেরই। উভয় পক্ষের একাধিক সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে খেজুরি তালপাটি কোস্টাল থানার পুলিশ আসলে, ওসি ও সিআই-সহ মোট তিনজন পুলিশ আহত হয়েছেন । তাঁদের নন্দীগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা অব্যাহত ।
খেজুরির বিজেপির বিধায়ক শান্তনু প্রামানিক অভিযোগ করে বলেন, "বিজেপির মনোনীত প্রার্থীরা বোর্ড গঠনের জন্য এসেছিল ৷ তৃণমূলের হার্মাদ বাহিনীরা বোমা-বন্দুক নিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে ৷ আমাকে গুলি করতে গিয়ে আমাদের কার্যকর্তারা আহত হয়েছেন ৷ এখানে তৃণমূলের নৈরাজ্য চলছে ৷ বাইরে থেকে গুণ্ডা নিয়ে এসে বোমা-বারুদের রাজনীতি করছে ৷"
তৃণমূলের তরফ থেকে পূর্ব মেদনীপুর জেলার সভাপতি উত্তম বারিক অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ৷ আজকে ভোট গ্রহণের প্রক্রিয়া ছিল ৷ সেখানে বিজেপির কর্মীরা, তাঁদের নেতাদের নির্দেশে মুড়ি মুরকির মতো বোমা ফেলতে থাকে ৷ গুলি চালাতে থাকে ৷ আমাদের লোকেরা গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত পৌঁছতে পারেননি ৷ পরবর্তী কালে পুলিশ-প্রশাসন যায় ৷ কয়েকজন পুলিশও আহত হয়েছেন ৷ হার্মাদরা 34 বছর সন্ত্রাস করে, লুট করেছে ৷ এখন শুধু জামাটা বদলেছে ৷ লাল জামা ছেড়ে গেরুয়া জামা পড়েছে ৷"
আরও পড়ুন: কেন্দ্রে বিজেপি বিরোধী জোট, পঞ্চায়েতে বোর্ড করতে গেরুয়া শিবিরকে সমর্থন বামেদের !
এবারের পঞ্চায়েত নির্বাচনে খেজুরীর নিজকশবা অঞ্চলে 28টি আসনের মধ্যে বিজেপি 16টি আসনে জয়লাভ করেছে ৷ তৃণমূল জয়লাভ করেছে 12টি আসনে। এদিন গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার কথা ছিল ৷ কিন্তু আচমকাই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয় ওঠে এলাকা ৷ এই ঘটনায় আপাতত বোর্ড গঠন বন্ধ রাখা হয়েছে । এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী ৷