পাঁশকুড়া, 22 অগস্ট : পাঁশকুড়ার চম্পাডালিতে শুভেন্দু অধিকারীর কনভয়ের পেছনে থাকা বিজেপি কর্মীদের হামলা ৷ ঘটনায় আহত হয়েছেন 10 জন ৷ তার মধ্যে দু'জন গুরুতর আহত ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ বেশ কয়েকজন আহত বিজেপি কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি গেরুয়া শিবিরের ৷
বিজেপি সূত্রে খবর, গতকাল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুকুমার ভুঁইয়া নিজের এলাকায় দুয়ারে সরকার কর্মসূচিতে তদারকি করতে যান । সেই সময় তৃণমূল কর্মীরা তাঁকে মারধর করে। তাঁর মাথায় ও কানে আঘাত লাগে। রবিবার রাতে সুকুমার ভুঁইয়াকে দেখতে তাঁর বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ৷ প্রহৃত বিজেপি কাউন্সিলরের পাশে থাকার আশ্বাস দেন তিনি । এরপর কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে পড়েন শুভেন্দু অধিকারী ৷ তাঁর কনভয় বেরিয়ে যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চম্পাডালিতে শুভেন্দু অধিকারীর কনভয়ের পেছনে থাকা বিজেপি কর্মীদের গাড়ি ও মোটরসাইকেলের উপর হামলা চালানো হয় ৷ শাসকদল এই হামলা চালায় বলে অভিযোগ ৷