পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attack in BJP Rally: বিজেপির মিছিলের শেষে হামলা, আহত তিন নিখোঁজ এক - Attack in BJP Rally

রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri) রাষ্ট্রপতির সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মুগবেড়িয়া বাজারে একটি বিক্ষোভ মিছিল করে পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সভা শেষ করে বাড়ি ফেরার সময় বিজেপি কর্মী-সমর্থকদের উপর পুলিশের সামনে হামলা চালানোর অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় 3 জন বিজেপি কর্মী গুরুতর জখম হন ও একজন এখনও নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল (TMC)।

Attack in BJP Rally
বিজেপির মিছিলের শেষে হামলা, আহত তিন নিখোঁজ এক

By

Published : Nov 16, 2022, 8:53 AM IST

Updated : Nov 16, 2022, 2:57 PM IST

পূর্ব মেদিনীপুর, 16 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগেই ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর। মঙ্গলবার বিজেপির মিছিলের শেষে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের (TMC)। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার মুগবেড়িয়ার মাধাখালি বাজারে।

অভিযোগ, এদিন পুলিশের সামনে বিজেপির মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে বিজেপির কর্মীদের (BJP Workers) উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীকারীরা (Attack in BJP Rally) । এই ঘটনায় 3 জন বিজেপি কর্মী গুরুতর জখম হন। তাদর এক কর্মী এখনও নিখোঁজ বলে দাবি বিজেপির । আহত বিজেপি কর্মীদের স্থানীয় মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে।

ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। সূত্রের খবর, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতির সম্পর্কে কুরুচিকর মন্তব্যের (Akhil Giri Statement Controversy) প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মুগবেড়িয়া বাজারে একটি বিক্ষোভ মিছিল করে পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সভা শেষ করে বাড়ি ফেরার সময় বিজেপি কর্মী-সমর্থকদের উপর পুলিশের সামনে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আরও পড়ুন:শুভেন্দুর সুস্থতা কামনা করতে যাওয়ায় মন্ত্রীর পুত্র-সহ 17 জনের নামে মামলা

রক্তাক্ত জখম অবস্থায় ওই বিজেপি কর্মীদের উদ্ধার করে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতাল ভরতি করা হয়। এক বিজেপি কর্মী এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, "বিক্ষোভ মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। আহত বিজেপি কর্মীদের হাসপাতালে ভরতি করা হয়েছে।"

বিজেপি গোষ্ঠী কোন্দলের কারণে এমন ঘটনা, বললেন সুপ্রকাশ গিরি

কাঁথি সাংগঠনিক জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই যুক্ত নয়। বিজেপি গোষ্ঠী কোন্দলের কারণে এমন ঘটনা। পুলিশ তদন্ত করলেই প্রকৃত সত্য প্রকাশ পাবে।" ভূপতিনগর থানার এক পুলিশ আধিকারিক এ বিষয়ে বলেন, "এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে।"

আরও পড়ুন:অখিল গিরিকে পদত্যাগের জন্য মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিন রাজ্যপাল: শুভেন্দু

Last Updated : Nov 16, 2022, 2:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details