পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভূপতিনগরে BJP কর্মীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল - TMC

BJP কর্মীকে মারধরের পাশাপাশি তাঁর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।

ভূপতিনগর থানা

By

Published : Mar 8, 2019, 7:40 AM IST

ভূপতিনগর(পূঃ মেদিনীপুর), ৮ মার্চ : BJP কর্মীকে মারধরের পাশাপাশি তাঁর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।

অভিযোগ, BJP কর্মী হৃষিকেশ ধাউড়িয়ার বাড়িতে গভীর রাতে হামলা চালায় কয়েকজন তৃণমূল কর্মী। বাড়িতে ভাঙচুর করে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থানে আসে ভূপতিনগর থানার পুলিশ। হৃষিকেশের স্ত্রী সরস্বতী ধাউড়িয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র।

তৃণমূলের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। হৃষিকেশ ধাউড়িয়া সহ BJP কর্মীরা বেশ কয়েকদিন ধরে এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে উওেজনা ছড়াচ্ছে। রাতে গ্রামবাসীরা তাড়া করলে বাড়ি থেকে পালিয়ে যায় হৃষিকেশ।

BJP-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তপন মাইতি বলেন, "হৃষিকেশ রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাটি সাজানো। BJP কর্মীদের উপর বেছে বেছে হামলা চালানো হচ্ছে। আমরা হিসেব করে রাখছি। ২০১৯-এর পর সব সুদ সহ উসুল করে নেব।"

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে। একজনকে আটক করা হয়েছে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details