কলকাতা, 6 জানুয়ারি :রাজ্যে ক্রমশ থাবা বসাচ্ছে করোনা ৷ এবার মারণভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন ক্রিকেটার ও ময়নার বিধায়ক অশোক দিন্দা । এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছেন তিনি (Ashok Dinda Infected with Covid) । নিজেই টুইট করে জানিয়েছেন এই খবর ৷
জানা গিয়েছে, গতকাল কলকাতার বাড়িতে থাকার সময়ই কোভিডের উপসর্গ দেখা দিয়েছিল তাঁর । তাই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নেন জাতীয় দলে খেলা এই ক্রিকেটার । এরপর চিকিৎসকের পরামর্শ মেনে কোভিড টেস্টে করালে তার রিপোর্ট পজিটিভ আসে (Ashok Dinda tests Covid Positive) । আপাতত চিকিৎসকদের পরামর্শ মতো কলকাতার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি । রিপোর্ট হাতে পাওয়ার পর বিধায়কের পারিষদদেরও করোনা পরীক্ষা করানো হয় ৷ যদিও সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানা গিয়েছে । তবে দিন্দা ওমিক্রম বা ডেল্টা সংক্রামিত কিনা তা এখনও জানা যায়নি ।