পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"তুই কি ছেলেধরা?" অসংলগ্ন উত্তর দিতেই যুবককে বেধড়ক মার - kidney dealer

তমলুকে ছেলেধরা সন্দেহে উত্তেজিত জনতার গণপিটুনি।

প্রহৃত যুবক

By

Published : Feb 19, 2019, 10:16 AM IST

Updated : Feb 19, 2019, 10:47 AM IST

তমলুক, ১৯ ফেব্রুয়ারি : ছেলে ধরা ও কিডনি পাচারকারী সন্দেহে এক যুবককে বেঁধে পেটাল জনতা। তমলুক থানার চংসরপুর এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থান থেকে গুরুতর জখম অবস্থায় পুলিশ ওই যুবককে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবক উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা। তার নাম এখনও জানা যায়নি।

অভিযুক্ত যুবককে বেঁধে রেখেছে স্থানীয় বাসিন্দারা

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সন্ধেয় সাড়ে ৭টা নাগাদ ওই যুবককে উদ্দেশ্যহীনভাবে এলাকায় ঘুরে বেড়াতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে ছেলেধরা সন্দেহ করে। সে ছেলেধরা কি না এই প্রশ্ন করতে সে অসংলগ্ন উত্তর দেয় বলে অভিযোগ। এরপর তাকে তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কের তেতুলতলা বাসস্ট্যান্ডের কাছে ধরে পেটায় স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা শেখ বাবু বলেন, এলাকায় কিছুদিন ধরেই ছেলেধরা ও কিডনি পাচারকারীরা ঘুরে বেড়াচ্ছে বলে গুজব ছড়াচ্ছে। এর জেরে নিরীহ লোকজন হেনস্থা ও গণপিটুনির শিকার হচ্ছে।

তমলুক থানার OC শীর্ষেন্দু দাস জানান, "পুলিশ সুপারের নির্দেশে কিছুদিন ধরেই এলাকায় প্রচার করা হচ্ছে গুজবে কান না দেওয়ার জন্য। কিছু অসাধু লোকজন গুজব ছড়াচ্ছে। জখম যুবককে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার পরিচয় ও সে কিভাবে এখানে এসেছে তা জানার চেষ্টা চলছে।"

Last Updated : Feb 19, 2019, 10:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details