পটাশপুর (পূর্ব মেদিনীপুর), 4 ফেব্রুয়ারি : সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক নিম্নমানের ৷ স্কুলে ইউনিফর্ম ফিরিয়ে প্রতিবাদ জানাল অভিভাবকরা ৷ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের নোনা কৌডদা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা ৷ পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, বিজেপি উসকানি দিচ্ছে অভিভাবকদের ৷ অভিযোগ অস্বীকার করে পালটা কটাক্ষ করল বিজেপি ৷ তাদের কথায়, তৃণমূল শাসন করবে আর কাটমানি খাবে না !
অভিভাবকদের অভিযোগ, বাচ্চাদের যে পোশাক দেওয়া হবে বলা হয়েছিল, তা দেওয়া হচ্ছে না । যা দেওয়া হয়েছে তা নিম্নমানের । ওই পোশাক বাচ্চাদের কোনওভাবেই পরাতে চায় না অভিভাবকরা । এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার মিশ্র বলেন, "যে স্যাম্পল দেখানো হয়েছিল, তা বর্তমানে নেই । ব্লকের তরফ থেকে টেন্ডার করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে কাপড় কাটানো হয়েছে । এই বিষয়ে আমার কিছু করার নেই ৷"
আরও খবর: "সংখ্যালঘু হয়ে বিজেপিতে", রাজারহাটে স্কুল পরিচালন কমিটির সদস্যকে হেনস্থার অভিযোগ