পূর্ব মেদিনীপুর, 14 মার্চ: ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মঙ্গলবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri Criticises ED and CBI)। সভা থেকে বিজেপি ও কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি-কে একহাত নেন তিনি ৷
এদিন ভরা মঞ্চ থেকে অখিল গিরি বলেন, "কর্ণাটকের বিজেপি বিধায়কের ছেলের বাড়ি থেকে 8 কোটি টাকা উদ্ধার হয়েছে । সেখানে তো ইডি-সিবিআই যাচ্ছে না । যতসব এখানে । চোরেদের বাবা হচ্ছে সিবিআই । সব থেকে বড় চোর ইডি-সিবিআই । ওরা খালি তৃণমূল নেতাদের বাড়িতে টাকা খুঁজছে । এখানে কিছু পাবে না । আমার বাড়িতে খুব বেশি হলে পাঁচ-দশ-পঞ্চাশ হাজার, এর থেকে বেশি পাবে না । যাও না শুভেন্দুর বাড়িতে টাকা খুঁজতে । ওখানে কোটি কোটি টাকা পাওয়া যাবে ।"
গত 2 বছরের মতো এবারও নন্দীগ্রাম দিবস পালন নিয়ে প্রথম থেকেই বিজেপি ও তৃণমূলের কাজিয়া চলছিল । শেষে শহিদ দিবস পালনের জন্য পুলিশের অনুমতি না-পেয়ে সোমবার হাইকোর্টে আবেদন করেন শুভেন্দু । উচ্চআদালত তাঁকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেয় । আদালতের সেই শর্ত মেনে আদালত নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নন্দীগ্রামের গোকুলনগর এবং সোনাচূড়ায় শহিদ দিবস পালন করেন শুভেন্দু । গোকুলনগরের অধিকারী পাড়ায় নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর হুঁশিয়ারি, "এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র ধ্বংস ৷ এমনি তো ঘরে ঢুকিয়ে দিয়েছি । বাকি যা আছে সব সাফ করব ।"