পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Akhil Giri on ED-CBI: ইডি ও সিবিআইকে চোরেদের বাবা বলে কটাক্ষ অখিলের - Akhil Giri Slams Central Investigation Agency

কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা ইডি ও সিবিআইকে একহাত নিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ( Akhil Giri Slams Central Investigation Agency)৷ কী বললেন তিনি ?

ETV Bharat
অখিল গিরি

By

Published : Mar 14, 2023, 10:15 PM IST

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে অখিল গিরির বক্তব্য

পূর্ব মেদিনীপুর, 14 মার্চ: ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মঙ্গলবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri Criticises ED and CBI)। সভা থেকে বিজেপি ও কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি-কে একহাত নেন তিনি ৷

এদিন ভরা মঞ্চ থেকে অখিল গিরি বলেন, "কর্ণাটকের বিজেপি বিধায়কের ছেলের বাড়ি থেকে 8 কোটি টাকা উদ্ধার হয়েছে । সেখানে তো ইডি-সিবিআই যাচ্ছে না । যতসব এখানে । চোরেদের বাবা হচ্ছে সিবিআই । সব থেকে বড় চোর ইডি-সিবিআই । ওরা খালি তৃণমূল নেতাদের বাড়িতে টাকা খুঁজছে । এখানে কিছু পাবে না । আমার বাড়িতে খুব বেশি হলে পাঁচ-দশ-পঞ্চাশ হাজার, এর থেকে বেশি পাবে না । যাও না শুভেন্দুর বাড়িতে টাকা খুঁজতে । ওখানে কোটি কোটি টাকা পাওয়া যাবে ।"

গত 2 বছরের মতো এবারও নন্দীগ্রাম দিবস পালন নিয়ে প্রথম থেকেই বিজেপি ও তৃণমূলের কাজিয়া চলছিল । শেষে শহিদ দিবস পালনের জন্য পুলিশের অনুমতি না-পেয়ে সোমবার হাইকোর্টে আবেদন করেন শুভেন্দু । উচ্চআদালত তাঁকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেয় । আদালতের সেই শর্ত মেনে আদালত নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নন্দীগ্রামের গোকুলনগর এবং সোনাচূড়ায় শহিদ দিবস পালন করেন শুভেন্দু । গোকুলনগরের অধিকারী পাড়ায় নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর হুঁশিয়ারি, "এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র ধ্বংস ৷ এমনি তো ঘরে ঢুকিয়ে দিয়েছি । বাকি যা আছে সব সাফ করব ।"

আমি এই শহিদ বেদিকে সামনে রেখে বলে গেলাম, সিপিএমকে সাফ করেছি । এই পিসি-ভাইপোকে একেবারে গ্যারেজ করব । আগামী বছর দেখা হবে । তখন ভাইপো বাইরে থাকবে না, ভিতরে থাকবে । 24 সালের 14 মার্চ দেখা হবে । তখন ভাইপো ভেতরে থাকবে । আর যারা যা যা করছ সব চিত্রগুপ্তের ডায়েরিতে লেখা থাকল । লক্ষ্মণ শেঠের যা অবস্থা হয়েছে, আপনাদের অবস্থাও ভবিষ্যতে তাই হবে । শহিদদের শ্রদ্ধা জানাতে কেন আদালতের অনুমতি নিতে হবে ? রাজ্য পুলিশ থাকতে কেন কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তা দিতে হবে ?" এ সব প্রশ্ন তুলে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানান শুভেন্দু অধিকারী ।

মঙ্গলবার এর পালটা জবাব মিলেছে তৃণমূলের তরফেও । ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে ভাঙাবেড়ার কর্মসূচিতে উপস্থিত এদিনের সভায় অখিল গিরি ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক সৌমেন মহাপাত্র, বিধায়ক ফিরোজা বিবি, অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও শেখ সুফিয়ান প্রমুখ ।

আরও পড়ুন :10 ঘণ্টা জেরার পর অনুব্রতর হিসাবরক্ষককে গ্রেফতার ইডি'র

ABOUT THE AUTHOR

...view details