কাঁথি, 28 জুন: শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে সোমবার কাঁথি আউটডোর থেকে কাঁথি শহর পরিক্রমা করে মিছিল করে তৃণমূল নেতৃত্ব ৷ এরপর কাঁথি শহরে মেচেদা বাইপাসে পথসভা করেন তাঁরা ৷ সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, এগরার বিধায়ক তরুণ মাইতি, কাঁথি পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রকাশ গিরি-সহ তৃণমূলের অন্যান্য নেতারা ।
পথসভা থেকে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি তাঁর বক্তব্যে জানান, অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে (Akhil Giri attacks Suvendu Adhikari in Kanthi) । যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে । এরপর তিনি শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন । উনি বিহার থেকে জাল সার্টিফিকেট নিয়ে এসেছেন । শুভেন্দু অধিকারী গরু-পাচার চক্রের মূল পাণ্ডা । মুর্শিদাবাদ সীমান্তে দিয়ে গরু পাচার করেছেন বলে জানান রাজ্যের মন্ত্রী ।