কাঁথি, 12 মে : এক কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুবিকাশ জানার বিরুদ্ধে ৷ অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা ৷ তাদের অভিযোগ, অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের মধ্যে 24 জনের কাছ থেকে 5 লাখ করে টাকা নেন তিনি ৷ পাশাপাশি কলেজের বিল্ডিং তৈরি সহ অন্যান্য উন্নয়নমূলক কাজেও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে ৷
সূত্রের খবর, অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা জানতেই মহকুমা শাসক, জেলা শাসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানায় ছাত্রসংসদের প্রতিনিধিরা ৷ তারপর গত 25 জানুয়ারি থেকে কলেজে যাওয়া বন্ধ করে দেন তিনি ৷ সে কারণেই অধ্যক্ষের বাড়ির সামনে প্রায় ঘণ্টা দুয়েক পড়ুয়ারা প্রতিবাদ বিক্ষোভ করে ৷
অন্যদিকে অধ্যক্ষ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে ফাঁসানো হয়েছে ৷ ফোনে তিনি জানান, যে কোনও রকম তদন্তের সামনে যেতে তিনি প্রস্তুত ।