ভগবানপুর, 17 জুন : অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকায় এবার জবকার্ড পেতে বাধা পূর্ব মেদিনীপুরে । আজ এমন ছবি ভাইরাল হতেই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার ভগবানপুর এক ব্লকের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েত ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ওই এলাকার বেশ কিছু BJP কর্মী শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতে যান জব কার্ড করাতে । সেই সময় পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান দীপেন্দু মাইতি । BJP কর্মীরা উপপ্রধান দীপেন্দু মাইতির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, নতুন করে জবকার্ড তৈরি কবে হবে কি না । অভিযোগ, তখনই মেজাজ হারিয়ে উপপ্রধান দীপেন্দু মাইতি হুমকি দিয়ে বলেন, "তোমরা অন্য পার্টি করো । তোমাদের কোনও জব কার্ড হবে না । যা ইচ্ছা তাই কর । যেখানে পার অভিযোগ জানাতে চলে যাও । এটা তৃণমূলের পাটি অফিস । এই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর ।
BJP-র অভিযোগ , এই গ্রাম পঞ্চায়েতে ব্যাপক হারে তৃণমূল কর্মীরা দুর্নীতি করেছে । যে সমস্ত মানুষ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে, তাঁদের প্রায় সকলকেই সরকারি সাহায্য থেকে বঞ্চিত করে রাখা হয়েছে । আর BJP-র এইসব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
এলাকার এক বাসিন্দা বাসুদেব পট্টনায়ক বলেন, "আমি আমার স্ত্রীর জব কার্ড করতে গেছিলাম । পঞ্চায়েত অফিসের উপপ্রধান সাহেবের কাছে । উপপ্রধান সাহেবকে জিজ্ঞাসা করলাম, জব কার্ড কখন করা যাবে সে বিষয়ে । উপপ্রধান সাহেব হুমকির সুরে মেজাজ হারিয়ে বলেন, তোমরা অন্য রাজনৈতিক দল কর । তোমাদের কোনও জব কার্ড করা হবে না । তোমরা যেখানে পার অভিযোগ জানাতে পার ,আমার কিছু করতে পারবে না ।"