পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারতী ঘোষকে কালো পতাকা, আহ্বায়কের গাড়ির কাচ ভাঙল তৃণমূল কর্মীরা - agitation in election campaign

পাঁশকুড়াতে প্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন BJP প্রার্থী ভারতী ঘোষ। তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখিয়ে ও "গো-ব্যাক" স্লোগান তুলে ভারতী ঘোষের পথ আটকায়। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদে সেখানে অবস্থান শুরু করেন ভারতী ঘোষ ও BJP কর্মীরা।

বিক্ষোভেরবিক্ষোভে আটকে ভারতী ঘোষ

By

Published : Apr 11, 2019, 4:53 PM IST

Updated : Apr 11, 2019, 7:55 PM IST

পাঁশকুড়া, 11 এপ্রিল : ফের প্রচারে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ। ভাঙচুর করা হয়েছে গাড়ি। এরপর রাস্তায় কয়েক ঘণ্টা বসে প্রতিবাদ দেখালেন ভারতীসহ অন্য BJP কর্মী সমর্থকরা। 2 টো থেকে 5 টা অবধি বিক্ষোভ দেখান তিনি।

BJP সূত্রে খবর, আজ নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া (পশ্চিম) বিধানসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচার শুরু করেন। আজ সকাল 11টা নাগাদ পাঁশকুড়া (পশ্চিম) বিধানসভার যশোড়া বাজার থেকে ভোট প্রচার শুরু করেন ভারতী ঘোষ। BJP কর্মীদের অভিযোগ, দলীয় কর্মীদের নিয়ে মাইশোরা পৌঁছানোর আগেই গোপালহাজরার কাছে কয়েকশো তৃণমূল কর্মী কালো পতাকা দেখিয়ে ও 'গো-ব্যাক' স্লোগান দিয়ে ভারতী ঘোষের পথ আটকায়। তিনি গাড়ি থেকে নেমে আসার পর তাঁর কনভেনারের গাড়িতে ভাঙচুর চালানো হয়। ভারতীকেও ঢিল ছোঁড়া হয়। এই ঘটনার প্রতিবাদে গোপালহাজরার কাছে ভারতী দলীয় কর্মীদের নিয়ে বেশ কয়েক ঘণ্টা রাস্তায় বসে বিক্ষোভ দেখান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতী বলেন, "এই নিয়ে তিন তিনবার আমার উপর হামলা হল। এই সরকারের কোনও লজ্জা নেই। তৃণমূল সরকার ভোট লুট করতে চাইছে। আমি মানুষের ঘরে ঘরে যাচ্ছি। আজ আমি পশ্চিম পাঁশকুড়ায় ভোট প্রচারে এসেছি। এই মাইশোরা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন বলছে যে ভোট লুট হয়েছে। গত পঞ্চায়েতের সময়ে তারা ভোট দিতে পারেনি।" তাঁর অভিযোগ, "স্থানীয় তৃণমূল নেতা ও পাঁশকুড়া ব্লক তৃণমূল সভাপতি কুরবান শা নামে এক গুন্ডা সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে। বাড়িতে বাড়িতে লুটপাট ও হামলা চালিয়েছে।" তিনি বলেন, "এখান দিয়ে আমি যাচ্ছি। মানুষকে আমি বলছি, আপনারা নির্ভয়ে মতদান করুন। এটা নয় যে আমাকে ভোট দিতে হবে। ভোটাধিকার মৌলিক অধিকার। আপনারা বাড়ি থেকে বেরিয়ে ঠান্ডা মাথায়, নিশ্চিন্তে ও সুরক্ষার সঙ্গে ভোটটা দিন। আর ওরা বলছে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। কুরবান শা যে ভয়ঙ্কর গুন্ডা। আমাদের আক্রমণ করে ভয় দেখিয়ে রেখে দিয়েছে। আমার কনভেনারের গাড়ি ভেঙে দিল তৃণমূলের দুষ্কৃতীরা। গুন্ডাবাহিনীরা আমার ইলেকশন এজেন্টকে আক্রমণ করেছে। আমাকে আক্রমণ করেছে। এরা সব তৃণমূলের গুন্ডা। আমি নির্বাচন কমিশনকে পুরো বিষয়টি জানাচ্ছি। যদি নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ না নেয় তাহলে আমরা অবস্থানে যাব। আর যতক্ষণ না SP আসবে ততক্ষণ আমি এখানেই বসে থাকব।"

যদিও এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা তথা মাইশোরার পঞ্চায়েত সদস্য বাবলু ছাতিক বলেন, "ভারতী ঘোষ তৎকালীন পুলিশ সুপার থাকাকালীন সোনা চুরি করেছিলেন। আমরা গাড়ি চালক। আমরা অত্যাচারিত হয়েছি। এখন উনি BJP-তে গিয়ে প্রার্থী হয়েছেন। এরকম প্রার্থীকে আমরা মানি না। তাই আমরা তৃণমূলের তরফে ভারতী ঘোষকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছি।"

Last Updated : Apr 11, 2019, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details