কাঁথি, 23 জুন : আমফানে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে । দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । কাঁথি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ঘটনা । পরে বিক্ষোভকারীরা পথ অবরোধ করে ।
গ্রামবাসীদের অভিযোগ, আমফানের সরকারি ত্রাণ নিয়ে স্বজনপোষণ করছে তৃণমূলের নেতা কর্মীরা । যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত, কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের ত্রাণ দেওয়া হচ্ছে না । বরং যারা পাকা বাড়িতে রয়েছে তাদের সরকারি টাকা পাইয়ে দেওয়া হচ্ছে ।
রবিবার ত্রাণ নিয়ে স্বজনপোষণের দাবি নিয়ে গতকাল তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ শুরু করে । গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছে, যদি কোনও সুরাহা না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবে তারা । তারপর সোমবারে কাঁথি মেচেদা বাইপাস থেকে কাঁথি শহরে প্রবেশ করার পথে অবরোধ শুরু করে । প্রায় 1 ঘণ্টা ধরে অবরোধ করে গ্রামবাসীরা । কাঁথি থানার পুলিশ আসে । পরে পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয় ।