খেজুরি, 2 জুন : ফের সংঘর্ষে উত্তপ্ত খুজুরি । শুরুটা হয়েছিল গতকাল । খেজুরির কন্ঠিবাড়িতে সংঘর্ষে জড়ান BJP ও তৃণমূল কর্মীরা । আজ সকালে ওই এলাকা পরিদর্শনে যান তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল । তৃণমূলের অভিযোগ, তখন বীরবন্দর বাজারে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় BJP কর্মীরা । প্রায় এক ঘণ্টা তাঁকে ঘেরাও করে রাখা হয় বলে অভিযোগ ।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । অভিযোগ, BJP কর্মীরা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় । বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের মাঝে আক্রান্ত হন এক সিভিক ভলান্টিয়র । মাথা ফেটে যায় তাঁর । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয় ।