পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Supporters Protest: দলীয় অনুষ্ঠানে কুণাল-সোহমদের কাছে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল কর্মীরা - সোহম চক্রবর্তী

তৃণমূলের বিজয়া সম্মিলনীর কার্ডে জেলা সভাপতির নাম নিচে থাকায় মঞ্চের সামনে বিক্ষোভ দেখানে তাঁর অনুগামীরা (TMC Supporters Protest)৷ পরিস্থিতি সামাল গিতে মঞ্চের নিচে নামতে হল কুণাল ঘোষ (Kunal Ghosh) ও সোহম চক্রবর্তীদের (Sohom Chakraborty)৷

Agitated TMC supporters shows protest in front of Kunal Ghosh Sohom Chakraborty in East Midnapore
দলীয় অনুষ্ঠানে কুণাল-সোহমদের কাছে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল কর্মীরা

By

Published : Oct 13, 2022, 6:26 PM IST

Updated : Oct 13, 2022, 8:02 PM IST

কাঁথি, 13 অক্টোবর: পূর্ব মেদিনীপুরে তৃণমূলের বিজয়া সম্মলনী ঘিরে বিক্ষোভ তৃণমূলের জেলা সভাপতির অনুগামীদের (TMC Supporters Protest)৷ পরিস্থিতি সামাল দিতে মঞ্চের নিচে নেমে হিমশিম খেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ও বিধায়ক সোহম চক্রবর্তী (Sohom Chakraborty)। তাঁদের কাছে নিজেদের ক্ষোভ উগড়ে দেন দলীয় কর্মীরা ৷

এ দিন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকায় তৃণমূলের বিজয়া সম্মলনী অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, কুণাল ঘোষ, তন্ময় ঘোষ-সহ রাজ্য ও জেলার শীর্ষ নেতৃত্বরা । কিন্তু এই বিজয়া সম্মলনীর কার্ডে এগরা বিধানসভার তৃণমূল বিধায়ক ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ কুমার মাইতির নাম নিচে রয়েছে । অথচ কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান অভিজিৎ দাসের নাম উপরে রয়েছে । তা নিয়েই সভামঞ্চের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতির অনুগামীরা । কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান অভিজিৎ দাসের ইস্তফাও দাবি করেন তাঁরা । বিক্ষোভ থামাতে মঞ্চ থেকে নেমে গিয়ে কুণাল ঘোষ ও বিধায়ক সোহম চক্রবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন । ক্ষুব্ধ কর্মীদের বোঝাতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হয় ৷

আরও পড়ুন:তৃণমূলের শহিদদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা পেয়েছে ‘গদ্দার’ অধিকারী পরিবার, কটাক্ষ কুণালের

এই নিয়ে কাঁথি বিজেপির সাধারণ সম্পাদক অসীম মিশ্র কটাক্ষ করে বলেন, তৃণমূল একটি চোরের দল ৷ তৃণমূলের এই বিজয়া সম্মেলন ওদের মানায় না । আসলে লুটের মাল ভাগাভাগি নিয়ে এদের মূল লড়াই ।

Last Updated : Oct 13, 2022, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details