কাঁথি, 12 মে : ভোট দিলেন কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী । আজ সকালে তিনি কাঁথির প্রভাত কুমার কলেজের বুথে পরিবারের সঙ্গে ভোট দিতে আসেন ।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিব্যেন্দু বলেন, "ভোট অবাধ শান্তিপূর্ণভাবেই হচ্ছে । কিছু কিছু জায়গায় EVM খারাপের খবর এসেছে । সেই সব EVM নির্বাচন আধিকারীকরা তৎপরতার সাথে সারিয়ে দিয়েছেন ।"