পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মন্ত্রিত্ব ছাড়ার পর আজ মহিষাদলে প্রথম সভা শুভেন্দুর - Shuvendu Adhikari is going to be organised a meeting in Mahishadal

মন্ত্রিত্ব ছাড়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদও ছেড়েছেন । তবে এবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের একটি স্মরণসভায় অনুষ্ঠান থেকে প্রকাশ্যে বক্তব্য রাখবেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ।

মহিষাদলে প্রথম সভা শুভেন্দুর
মহিষাদলে প্রথম সভা শুভেন্দুর

By

Published : Nov 29, 2020, 7:48 AM IST

Updated : Nov 29, 2020, 1:50 PM IST

মহিষাদল, 29 নভেম্বর : গত শুক্রবারই মন্ত্রিত্ব ছেড়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী । যা একুশের নির্বাচনের আগে রাজনৈতির নয়া মোড় বলা চলে । এরমধ্যে মন্ত্রিত্ব ছাড়ার পর আজ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে প্রথম সভায় উপস্থিত হবেন নন্দীগ্রামের বিধায়ক । সভাটি আয়োজন করা হয়েছে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির তরফে । মন্ত্রিত্ব ছাড়ার পর শুভেন্দুর প্রথম সভা থেকে কোনও ইঙ্গিতপূর্ণ বক্তব্য করেন কি না সেদিকেই এখন সকলের নজর । কিন্তু সভার আগে গোটা মহিষাদল জুড়ে শিবসেনার পতাকায় ছেয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে তাহলে কি BJP নয় শিবসেনাতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী ?

মন্ত্রিত্ব ছাড়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদও ছেড়েছেন । তবে এবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের একটি স্মরণসভায় অনুষ্ঠান থেকে প্রকাশ্যে বক্তব্য রাখবেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী । উল্লেখ্য, গত 13 নভেম্বর পরলোক গমন করেছেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী রণজিতকুমার বয়াল । স্বাধীনতা সংগ্রামীর পরলোক গমনের দিন শুভেন্দু অধিকারীর অন্য জায়গায় কর্মসূচি থাকায় মহিষাদলে আসতে পারেননি । পরলোক গমনের কয়েকদিন পরে স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে এসে তাঁর পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করার পাশাপাশি নিজের শোক ব্যক্ত করেন । ওই দিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মরণ সভা অনুষ্ঠানের কথা জানিয়েছিলেন তিনি ৷ সেই স্মরণসভাই শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম সভা হতে চলেছে ।

শুভেন্দু অধিকারী কোনও ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন কি না সে দিকেই নজর রাজ্যের সকল মানুষের । তবে এই ধরনের কোন অরাজনৈতিক মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী যে রাজনীতির কথা বলবেন না তার আভাস মিলেছিল নন্দীগ্রামের শহিদ স্মরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে । 10 নভেম্বর নন্দীগ্রামের শহিদ স্মরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, "রাজনীতির মঞ্চ থেকে রাজনীতির কথা বলব । এই ধরনের পবিত্র মঞ্চে রাজনীতির কথা বলব না ।" তাই আগামীকাল শুভেন্দু অধিকারীর রাজনীতির কোনও কথা যে বলবেন না তা একপ্রকার স্পষ্ট বলা চলে । সমগ্র স্মরণসভা অনুষ্ঠানটি তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি হিসেবে শুভেন্দু অধিকারী নিজে ডেকেছেন ।

মঞ্চ বাঁধার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে । নীল- সাদা রঙে সেজে উঠেছে স্মরণসভা অনুষ্ঠানের মঞ্চ । সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা এই স্মরণসভা অনুষ্ঠানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে উপস্থিত হওয়ার কথা রয়েছে । গোটা অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজারের বেশি চেয়ার রাখা হয়েছে । সেখানে তিনি প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের বাড়ি যেতে পারেন । যদিও শুভেন্দুবাবুর অনুষ্ঠানের আগেই গোটা এলাকা শিবসেনার পতাকায় ছেয়ে যাওয়া নিয়ে গুরুত্ব দিতে নারাজ BJP ও তৃণমূল উভয় দলই ।

এ বিষয়ে BJP-র তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপনকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দুবাবু তাঁর নিজের রাজনৈতিক অবস্থান এখনও স্পষ্ট করেননি। ফলে তিনি কোন দলে যাবেন তা আমাদের এখনও জানা নেই । তবে যে কোনও রাজনৈতিক দলই তাদের পতাকা টাঙাতে পারে । এতে আমরা বিন্দুমাত্র চিন্তিত নই । অপরদিকে মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক চক্রবর্তী জানান, ‘‘গতকাল নয় বেশ কয়েকদিন আগেই শিবসেনা তাদের পতাকা টাঙিয়ে ছিল । এই পতাকাগুলো দেখলেই বোঝা যায় ভোট চলে এসেছে । প্রতি বারেই ভোটের আগে এই ধরনের প্রচার হয় । আপনার নিশ্চিত থাকুন আগামী একুশে নির্বাচনে মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছেন ।’’

Last Updated : Nov 29, 2020, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details