পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Wins in Contai : কাঁথিতে পাঁচ দশকের অধিকারী সাম্রাজ্যের পতন - Bengal LoP Suvendu Adhikari

কাঁথি পৌরসভা (Contai Municipality) ও অধিকারী পরিবার কার্যত সমার্থক ছিল গত পাঁচ দশক ধরে ৷ বুধবার তৃণমূলের জয়ের পর কাঁথিতে পাঁচ দশকের অধিকারী সাম্রাজ্যের পতন হল ৷

after five decades adhikari family lost in contai municipality
TMC Wins in Contai : কাঁথিতে পাঁচ দশকের অধিকারীর সাম্রাজ্যের পতন

By

Published : Mar 2, 2022, 5:50 PM IST

Updated : Mar 2, 2022, 8:47 PM IST

কাঁথি, 2 মার্চ : কাঁথি, পূর্ব মেদিনীপুরের এই এলাকার রাজনীতির প্রসঙ্গ এলেই অবধারিত ভাবে আসবে অধিকারী পরিবারের নাম ৷ কাঁথিকে অধিকারীদেরই গড় বলে মনে করা হয় ৷ বুধবার পৌরসভা নির্বাচনের ফল (Contai Municipality Election Results 2022) প্রকাশ হওয়ার সেই ধারণার পরে প্রশ্নচিহ্ন বসে গেল ৷

কারণ, কাঁথি পৌরসভায় (Contai Municipality) অধিকারীদের আর কোনও অস্তিত্বই রইল না ৷ বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস ৷ 21টি ওয়ার্ডের মধ্যে 17টিতে জিতেছে তারা ৷ তিনটিতে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা ৷ একটিতে জিতেছে নির্দল ৷

অথচ গত পাঁচদশক ধরে কাঁথি পৌরসভা ও অধিকারী পরিবার কার্যত সমার্থক হয়ে ছিল ৷ 1969 সালে কাঁথি পৌরসভায় প্রথমবার কাউন্সিলর হন শিশির অধিকারী (TMC MP Sisir Adhikari) । তখন তিনি কংগ্রেসে ৷ দু’বছর পর 1971 সালে কাঁথির শান্তিকুঞ্জের কর্তা কাঁথির চেয়ারম্যান হন ।

এর পর 1981-86, এই পাঁচ বছর বাদ দিলে 45 বছর ধরে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সৌম্যেন্দু অধিকারীরা পৌরসভায় ছিলেন স্বমহিমায় । গোটা অধিকারী পরিবার এক সময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছে ৷ তখন কাঁথি পৌরসভাতে কংগ্রেসের আধিপত্য শেষ হয়ে যায় ৷ শুরু হয় ঘাসফুল রাজত্ব ৷

এখন শান্তিকুঞ্জের কর্তা শিশির অধিকারী তৃণমূলের সাংসদ ৷ তাঁর সেজ ছেলে দিব্যেন্দু অধিকারীও তৃণমূলের সাংসদ ৷ কিন্তু মেজ ছেলে শুভেন্দু বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়ে বিধায়ক হয়েছেন ৷ এখন তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা (Bengal LoP Suvendu Adhikari) ৷

তাঁর ভাই সৌম্যেন্দু অধিকারীও এখন বিজেপিতে ৷ যিনি কাঁথি পৌরসভার ভোটে জিতে চেয়ারম্য়ান হয়েছিলেন ৷ পরে প্রশাসকও ছিলেন ৷ কিন্তু দলবদলের পর তাঁর সেই পদ যায় ৷ ফলে কাঁথি পৌরসভায় বিজেপির এই শোচনীয় ফলে মুখ পড়ল অধিকারী পরিবারেরই ৷

কাঁথিতে পাঁচ দশকের অধিকারী সাম্রাজ্যের পতন

এবারের ভোটে সৌম্যেন্দু অধিকারীকে টিকিট দেয়নি বিজেপি ৷ তাই অধিকারী পরিবারের কেউ লড়াই করেনি ৷ তার পরও তৃণমূলের সঙ্গে আসল লড়াই সেই অধিকারী পরিবারেরই ছিল ৷ গড় রক্ষার জন্য বাড়ি বাড়ি প্রচারও করেন শুভেন্দু অধিকারী ৷

বিরোধী দলনেতা নন্দীগ্রামের ভোটার ৷ তাই তিনি ভোটের দিন কাঁথিতে উপস্থিত ছিলেন না৷ তবে রবিবার ভোটের দিন সকাল থেকেই বুথ কেন্দ্রে ঘুরছিলেন সৌম্যেন্দু অধিকারী। কিন্তু যেখানেই গিয়েছেন, সেখানেই তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তা সত্ত্বেও নিজের এলাকা ধরে রাখতে পারলেন না অধিকারীরা।

যদিও কাঁথির পৌরভোট নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ মামলা করেছেন সৌম্যেন্দু অধিকারী ৷ গণনা স্থগিতের আবেদন করা হয়েছিল ৷ সেই আবেদন খারিজ করে দেয় আদালত ৷

তবে আদালত জানিয়েছে, ভোটের সময়ের সমস্ত সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে । 7 মার্চ কমিশনকে ও রাজ্যকে হলফনামা দিতে হবে । তারপর তার পালটা কিছু বক্তব্য থাকলে জানাবে বিজেপিও । 11 মার্চ ফের শুনানি এই মামলার ।

আরও পড়ুন :Surajit Slams Suvendu : পৌরসভা নির্বাচনে ভরাডুবির ‘পুরস্কার’, শুভেন্দুকে শাড়ি পাঠাচ্ছেন তৃণমূল নেতা

Last Updated : Mar 2, 2022, 8:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details