কাঁথি, 2 মার্চ : কাঁথি, পূর্ব মেদিনীপুরের এই এলাকার রাজনীতির প্রসঙ্গ এলেই অবধারিত ভাবে আসবে অধিকারী পরিবারের নাম ৷ কাঁথিকে অধিকারীদেরই গড় বলে মনে করা হয় ৷ বুধবার পৌরসভা নির্বাচনের ফল (Contai Municipality Election Results 2022) প্রকাশ হওয়ার সেই ধারণার পরে প্রশ্নচিহ্ন বসে গেল ৷
কারণ, কাঁথি পৌরসভায় (Contai Municipality) অধিকারীদের আর কোনও অস্তিত্বই রইল না ৷ বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস ৷ 21টি ওয়ার্ডের মধ্যে 17টিতে জিতেছে তারা ৷ তিনটিতে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা ৷ একটিতে জিতেছে নির্দল ৷
অথচ গত পাঁচদশক ধরে কাঁথি পৌরসভা ও অধিকারী পরিবার কার্যত সমার্থক হয়ে ছিল ৷ 1969 সালে কাঁথি পৌরসভায় প্রথমবার কাউন্সিলর হন শিশির অধিকারী (TMC MP Sisir Adhikari) । তখন তিনি কংগ্রেসে ৷ দু’বছর পর 1971 সালে কাঁথির শান্তিকুঞ্জের কর্তা কাঁথির চেয়ারম্যান হন ।
এর পর 1981-86, এই পাঁচ বছর বাদ দিলে 45 বছর ধরে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সৌম্যেন্দু অধিকারীরা পৌরসভায় ছিলেন স্বমহিমায় । গোটা অধিকারী পরিবার এক সময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছে ৷ তখন কাঁথি পৌরসভাতে কংগ্রেসের আধিপত্য শেষ হয়ে যায় ৷ শুরু হয় ঘাসফুল রাজত্ব ৷
এখন শান্তিকুঞ্জের কর্তা শিশির অধিকারী তৃণমূলের সাংসদ ৷ তাঁর সেজ ছেলে দিব্যেন্দু অধিকারীও তৃণমূলের সাংসদ ৷ কিন্তু মেজ ছেলে শুভেন্দু বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়ে বিধায়ক হয়েছেন ৷ এখন তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা (Bengal LoP Suvendu Adhikari) ৷