মেদিনীপুর, 21মে :ঘূর্ণিঝড় আমফানের ধংসলীলার স্মৃতি এখনও মানুষের মনে তাজা ৷ আর এর এক বছর ঘুরতে না ঘুরতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ৷ আমফানের ক্ষয়ক্ষতির অভিজ্ঞতা থেকেই যশের কারণে হওয়া সম্ভাব্য ক্ষতির বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিতে শুরু করেছে জেলাগুলি ৷ আজ পূর্ব মেদিনীপুরে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি যশের বিপর্যয় মোকাবিলা নিয়ে একটি বৈঠক করেন ৷
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকে মিটিং হলে একটি বৈঠক হয় । উপস্থিত ছিলেন সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রধান পুলিশ আধিকারিকসহ জনপ্রতিনিধি থেকে বিভিন্ন দফতরের আধিকারিকেরা । জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকা কাঁথি 1 নম্বর ব্লক, কাঁথি 2 নম্বর ব্লক, খেজুরি 1 নম্বর ব্লক, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক সহ বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে কন্ট্রোলরুম খোলার ব্যবস্থা করা হয়েছে । তার পাশাপাশি হলদিয়া উপকূল রক্ষী বাহিনীর মূল কার্যালয় ও কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ সেখান থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে ওয়ারলেসের মাধ্যমে সতর্কবার্তা জানানো হয়েছে । তাঁরা যেন 22 তারিখের মধ্যে ফিরে আসেন তাও অনুরোধ করা হয়েছে ।