মেদিনীপুর, 10 মে : অশনি মোকাবিলার জন্য নামানো হল এনডিআরএফ টিম (Asani Cyclone)৷ প্রস্তুত রয়েছে তটরক্ষী বাহিনী । সঙ্গে মানুষজনদের নিরাপদ স্থানে আশ্রয় সরিয়ে নিয়ে যাওযার কাজও শুরু হয়েছে ৷ পূর্ব মেদিনীপুর জেলায় সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। অশনির প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে । প্রশাসন সবরকম মোকাবিলার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে । গত কয়েকদিন আগে থেকেই দীঘা-মন্দারমনি উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তরফ থেকে লাগাতার চলছে ডিজাস্টার ম্যানেজমেন্ট মহড়া ।
সমবার হলদিয়ায় কুইক রেসপন্স টিমের চলে মহড়াও চলে । তার সঙ্গে জনগণকে সচেতন করতে সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। সাইক্লোন সেন্টারগুলি প্রস্তুত রাখার পাশাপাশি ত্রাণ মজুত করা হয়েছে । দিঘা-সহ সমুদ্র উপকূলবর্তী যে সকল পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এমনকি সমুদ্রপাড় দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে । যাতে কোনও পর্যটক সমুদ্রস্নানে নামতে না-পারে ।
অশনি মোকাবিলায় আগাম প্রস্তুতি প্রশাসনের পাশাপাশি জেলা এবং ব্লকগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে । হলদিয়ায় তটরক্ষী বাহিনীর মহড়া শেষে আধিকারিক কমান্ডান্ট দীপক সিং জানান, ঝড় মোকাবিলায় বাহিনীর 4টি হোভারক্রাফ্ট, 2টি উদ্ধারকারী জাহাজ হলদিয়ায় এবং 2টি এয়ারক্রাফ্ট কলকাতায় প্রস্তুত রাখা হয়েছে । এছাড়াও ওড়িশাতেও তৈরি থাকতে বলা হয়েছে ।
আরও পড়ুন :শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে অশনি, বঙ্গের প্রাপ্তি ভারী বৃষ্টি
পাশাপাশি কাঁথি দুই নম্বর ব্লকের দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সমুদ্র উপকূলবর্তী এলাকা জুনপুট উপকূল থেকে লোক সরানোর কাজ শুরু করেছে প্রশাসন । জুনপুট এলাকায় প্রায় 30টি ক্যাম্প করা হয়েছে । ইতিমধ্যে বেশ কিছু গ্রামবাসীকে সরানোর জন্য ব্লক ও পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বলে জানান দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির-সহ সভাপতি তরুণ জানা । তিনি বলেন, "আমরা বিগত দিনেও প্রচুর মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ করেছি । আমফান, ইয়াস থেকে শিক্ষা নিয়ে তাই আগে থেকে জেলার নির্দেশ মেনেই মানুষজনকে নিরাপদে রাখার চেষ্টা করছি ।"